Barak UpdatesHappenings
উধারবন্দের বাগান এলাকায় যোগ সচেতনতা কর্মসূচি
ওয়েটুবরাক, ২১ ফেব্রুয়ারি : শিলচর নিরাময় ট্রাস্ট-এর ‘যোগ চেতনা’ ও ‘যোগাভিষেক’ প্রকল্পের অন্তর্গত এক যোগ সচেতনতা কর্মসূচি আয়োজিত হল উধারবন্দ বরসিঙ্গা আম্বাটিলা বাগান এলাকায়। ব্যবস্থাপনায় ছিল বিবেকানন্দ পাঠদান কেন্দ্র। ট্রাস্টের কর্মকর্তাদের মধ্যে ছিলেন নিরাময় স্কুল অব যোগ-এর চেয়ারম্যান ডাঃ অজিত ভট্টাচার্য, নিরাময়-এর সম্পাদক ও যোগ প্রশিক্ষক শতাক্ষী ভট্টাচার্য, প্রশাসনিক বিভাগের অসীম ভট্টাচার্য, কোর্স কো-অর্ডিনেটর তথা মাস্টার ট্রেনার রাহুল চক্রবর্তী প্রমুখ। ৬০ জনেরও বেশি শিশু, কিশোর-কিশোরী অংশ নেয় অনুষ্ঠানে। শামিল ছিলেন বয়স্ক-যুবারাও।
প্রশিক্ষক শতাক্ষী ভট্টাচার্য ফ্রিহ্যান্ড এক্সারসাইজ, আসন, প্রাণায়াম প্রদর্শন করেন। সে সবের উপকারও বুঝিয়ে দেন। আসন, প্রাণায়াম, মুদ্রা, ধ্যান এসব যে চিকিৎসা বিজ্ঞানের বাইরে নয়, তা উল্লেখ করেন ডা: অজিত ভট্টাচার্য। তাঁর কথায়, যোগ প্রক্রিয়াও চিকিৎসা বিজ্ঞানের একটি অঙ্গ৷ এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি। রোজকার জীবনের সঙ্গে যোগ প্রক্রিয়ার সম্পর্ক নিয়ে আলোকপাত করেন রাহুল চক্রবর্তী। অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলেন অসীম ভট্টাচার্য।
বিবেকানন্দ পাঠদান কেন্দ্রের তরফে এ দিন ট্রাস্টের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাঠদান কেন্দ্রের সম্পাদক শুভ্র ঘোষ, সুপারভাইজর পিঙ্কু পুরকায়স্থ, সদস্য সন্দীপ পাল, সুভাষ সাঁওতাল, আশা সাঁওতাল, হীরেন মুন্ডা, যমুনা মুন্ডা প্রমুখ উপস্থিত ছিলেন। সমবেত ধ্যানের পর প্রশিক্ষণ পর্ব শেষ হয়।