Barak UpdatesHappeningsBreaking News
উদ্বাস্তুদের ‘দ্বিতীয় শ্রেণির নাগরিকত্ব’ দেবে বিজেপি, বললেন প্রদ্যোৎ-সুস্মিতা
৫ ফেব্রুয়ারিঃ উদ্বাস্তুদের নিয়ে বিজেপি দ্বিমুখী নীতি গ্রহণ করেছে। একদিকে এরা ২০১৪ সাল পর্যন্ত সকল উদ্বাস্তুর নাগরিকত্বের জন্য কা তৈরি করল। অন্যদিকে, আসাম চুক্তির ৬(ক) ধারা বাস্তবায়নের কথা বলে ১৯৫১-র পরে আসা সকলের জমি কেনাবেচার অধিকার, নিযুক্তির অধিকার কেড়ে নিতে চাইছে। কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার এই অভিযোগ করা হয়। দলের ক্যাম্পেন কমিটির চেয়ারম্যান, সাংসদ প্রদ্যোত বরদলৈ বলেন, ১৯৭১-র বদলে ২০১৪-কে ভিত্তিবর্ষ করতে গিয়ে বিজেপি শুরুতেই আসাম চুক্তি নস্যাৎ করে দিল। আবার একই চুক্তির ৬(ক) ধারা কঠোরভাবে পালনের কথা বলছে।
তাঁর কথায়, বাঙালিদের চাপে ফেলতে গেরুয়াবাহিনী ওই ৬(ক) ধারাকেও নিজেদের মত করে বদলে দিয়েছে। সেখানে অসমিয়া অর্থাত অসমে বসবাসকারী সকলের স্বার্থ সুরক্ষার কথা বলা হয়েছে। বিজেপি সরকার ‘অসমিয়া’ শব্দটিকে বাদ দিয়ে আদি বাসিন্দাদের কথা বলছে। অর্থাত ১৯৫১-র পরে আসা সবাইকে নাগরিকত্ব দিলেও তাদের জমি কেনাবেচার অধিকার, চাকরিবাকরির অধিকার কেড়ে নিচ্ছে।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আসাম আন্দোলনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এর সমালোচনায় মুখর হলেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, ‘ওই আন্দোলন বাঙালিদের বিতাড়নের জন্য সংগঠিত হয়েছিল।’ প্রদ্যোৎবাবু বলেন, কংগ্রেস সুরক্ষা দিতে চাইছিল বলে আন্দোলনকারীরা তাঁদের উপরও আক্রমণ চালিয়েছিল। ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে হাজারের বেশি কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন।