Barak UpdatesHappeningsBreaking News
উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পথসঞ্চলন
ওয়েটুবরাক, ২ অক্টোবর : প্রতি বছরের ন্যায় এবারও মহালয়ার পুণ্য তিথিতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দক্ষিণ আসাম প্রান্তের খণ্ড ও নগর ভিত্তিক পথসঞ্চলন। মূলত সংঘের প্রতিষ্ঠা দিবস হচ্ছে বিজয়া দশমী তিথি। তাই প্রতি বছর দক্ষিণ আসাম প্রান্তের স্বয়ংসেবকগণ সংঘের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে মহালয়ায় অর্থাৎ পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনার লগ্নে এই পথসঞ্চলনের আয়োজন করে।
সংঘের যোজনা অনুসারে এবারও এই প্রান্তের ১৯টি খণ্ড এবং ৬টি নগর মিলিয়ে মোট ১০৪৪ জন স্বয়ংসেবক এই পথসঞ্চলনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। সংঘের পূর্ণ গণবেশ পরিধান করে ঘোষ নামক বাদ্যযন্ত্রের তালে পায়ে পা মিলিয়ে বিভিন্ন স্থানে স্থানে স্বয়ংসেবকদের অনুশাসনযুক্ত এই পথসঞ্চলন অত্যন্ত দৃষ্টিনন্দন হয়, যা সহজেই সাধারণ মানুষকে আকৃষ্ট করে। এই কারণে সাধারণ মানুষ সংঘের এই পথসঞ্চলন উপভোগ করেন।