Barak UpdatesHappeningsBreaking News

উদয়ন কমপ্লেক্সে বঙ্গ সাহিত্যের সাফাই অভিযান

ওয়েটুবরাক, ২৩ জুলাই : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে আজ শিলচর দাস কলোনির উদয়ন কমপ্লেক্সে সাফাই অভিযান চালানো হয়৷ সকালে বেরিয়ে কমপ্লেক্সের এক, দুই ও তিন নম্বর লেনে ব্লিচিং ছড়িয়ে দেন বঙ্গ সাহিত্যের সদস্য-স্বেচ্ছাসেবকরা৷

এলাকার প্রতিটি বাড়িতে নীচতলায় ঘরের ভেতরে বুকজল হয়েছিল৷ বেশ কিছুদিন চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে৷ প্রচুর জিনিসপত্র নষ্ট হয়ে যায়৷ ওইসব মূল্যবান জিনিসই এখন রাস্তার ধারে আবর্জনার স্তুপে পরিণত৷

বঙ্গ সাহিত্যের পক্ষ থেকে গত ২১ জুলাই সাফাই অভিযান চালানো হয়েছিল চেংকুড়ি রোডের মধ্যশ্রী লেনে৷ সেখানকার চিত্র আরও ভয়াবহ৷ জলে ভেজা আবর্জনার পাহাড় থেকে উৎকট গন্ধ ছড়াচ্ছে৷ মানুষের বাড়িঘরে থাকা কষ্টকর দাঁড়িয়েছে৷ বঙ্গ সাহিত্যের পক্ষ থেকে এ ব্যাপারে পুরসভার দৃষ্টি আকর্ষণ করা হয়৷ জঞ্জাল নিষ্কাশনে যুদ্ধকালীন তৎপরতা গ্রহণ করা না হলে অচিরেই নানা ধরনের রোগ ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি৷

শনিবারের সাফাই অভিযানে সক্রিয় ভাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সভাপতি সব্যসাচী পুরকায়স্থ, সম্পাদক উত্তমকুমার সাহা, দুই সহ-সম্পাদক সুশান্তকুমার সেন ও কৃষ্ণগোপাল হালদার, কার্যবাহী সদস্য রণধীর চক্রবর্তী, বাপী রায় প্রমুখ৷

২১ জুলাইর মতো এ দিনও ব্লিচিং নিয়ে সারাক্ষণ সক্রিয় ছিলেন আকাশ কুণ্ডু, রাজেশ পাল, রণজিত বৈষ্ণব, মান্না রবিদাস, স্বপন ঘোষ ও চন্দন রায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker