NE UpdatesHappeningsBreaking News
উত্তর-পূর্বে জল পরিবহনেও বিনিয়োগ করছে রেল দফতর, মউ স্বাক্ষরিত
ওয়েটুবরাক, ১৩ মেঃ উত্তর-পূর্ব সীমান্ত রেল জল পরিবহন, পর্যটন ও পরিবেশ সুরক্ষায় বিনিয়োগে আগ্রহী। জেনারেল ম্যানেজার আনশুল গুপ্ত আজ বৃহস্পতিবার সাংবাদিকদের ভার্চুয়াল মিটে জানিয়েছেন, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার সঙ্গে তাদের মউ স্বাক্ষর হয়েছে। তাঁর কথায়, উত্তর-পূর্বের অর্থনৈতিক উন্নতির জন্য রেল ও জল পরিবহনের পরিকাঠামোগত উন্নতি একই সঙ্গে হওয়া প্রয়োজন। তাই তাঁরা দেশের এই অঞ্চলে কিছু জলযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ ছাড়া, ছবির মত সুসজ্জিত উত্তর-পূর্বের পর্যটনের উন্নয়নে রেল দফতর বগিবিল সেতুর পাশে একটি বহমান রেস্তোরাঁও চালাবে। ভিস্টাডম রেলওয়ে কোচ চালানোরও পরিকল্পনায় রয়েছে তাদের। আসামের পাহাড়ি জেলায় ও পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে কাঁচ ঘেরা এই বিশেষ কোচ পর্যটকদের আকৃষ্ট করবে বলে আশা করছেন তাঁরা।
একমাস আগে উত্তর-পূর্ব সীমান্ত রেল হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের সঙ্গেও একটি মউ স্বাক্ষর করেছে, এই সংবাদ দিয়ে জেনারেল ম্যানেজার বলেন, পরিবেশ সুরক্ষায় তারা বিভিন্ন পরিকল্পনা করছেন। বিশেষ করে, ঘুম, কার্শিয়াং, শুকনা প্রভৃতি অঞ্চলে রেলকর্মীদের মাউন্টেনিয়ারিংয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কোভিড আবহেও উত্তর-পূর্ব সীমান্ত রেল পঞ্চাশ শতাংশ যাত্রীরেল চালাচ্ছে। প্রতিদিন ৭৮টি স্পেশাল ট্রেন এবং ৩৫টি লোকাল ট্রেন চালাচ্ছে। জানিয়েছেন জেনারেল ম্যানেজার আনশুল গুপ্ত।