NE UpdatesHappeningsBreaking News
উত্তর পূর্বের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গুয়াহাটি, ২৯ মে ঃ উত্তর পূর্বের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ট্রেনটি গুয়াহাটি থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে। আসামের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হলেও পশ্চিমবঙ্গের এটি তৃতীয়। এর আগে হাওড়া-এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস ও হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছিল। নতুন এই ট্রেনটি মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন চলবে।
গুয়াহাটি থেকে রওনা হয়ে বন্দে ভারত এক্সপ্রেস সাড়ে ৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌছবে। কিন্তু বর্তমানে এই রুটে চলা রাজধানী এক্সপ্রেসের মতো দ্রুতগামী ট্রেনের সময় লাগছে সাড়ে ৬ ঘণ্টা। গুয়াহাটি থেকে বন্দে ভারত এক্সপ্রেস রওনা দেবে বিকেল সাড়ে ৪টায়। এটি কামাখ্যা, নিউ বঙ্গাইগাও, কোকরাঝাড়, নিউ আলিপুর দুয়ার ও নিউ কোচবিহারে স্টপেজ দিয়ে ৪০৯ মাইল অতিক্রম করার পর রাত ১০টায় নিউ জলপাইগুড়ি পৌছবে। এর আগে এনজিপি থেকে এই ট্রেন সকাল ৬.১০ টায় রওনা দেবে। গুয়াহাটি এসে পৌছবে ১১টা ৪০ মিনিটে।
সোমবার ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বর্তমান কেন্দ্র সরকার উত্তর পূর্বের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে। এর অঙ্গ হিসেবেই যোগাযোগ ব্যবস্থার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, ব্রিটিশ জমানায় মুম্বাইয়ে প্রথম ট্রেন যাত্রা শুরু করেছিল। এর তিন দশক পরই আসামে ট্রেন লাইন চালু হলেও সেটিকে আর গুরুত্ব দেওয়া হয়নি। স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক পেরিয়ে গেলেও আগের সরকার উত্তর পূর্বের যোগাযোগ ব্যবস্থার কথা ভাবেনি। কিন্তু বর্তমান সরকার এতে বিশেষ প্রাধান্য দিয়ে চলেছে।