NE UpdatesHappeningsBreaking News

উত্তর-পূর্বের আকাশেও এ বার ‘আকাসা এয়ার’

ওয়েটুবরাক, ২৮ সেপ্টেম্বর: উত্তর-পূর্বেও এ বার বিমান পরিষেবা চালু করতে চলেছে আকাসা এয়ার। আগামী ২১ অক্টোবর থেকে ওই পরিষেবা শুরু হতে চলেছে। সংস্থার সদ্য ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন একটি বিমান আগরতলা-গুয়াহাটি-বেঙ্গালুরু এবং পরে একইভাবে বেঙ্গালুরু-গুয়াহাটি-আগরতলা  যাতায়াত করবে। নতুন একটি সংস্থার বিমান পরিষেবা যুক্ত হওয়ায় স্বাভাবিক ভাবেই উত্তর-পূর্বের যাত্রীরা উপকৃত হবেন।

আকাসা এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার  প্রবীণ আয়ার বলেন, গুয়াহাটি উত্তর-পূর্বের সর্ববৃহৎ শহর এবং আগরতলা ক্রমে উর্ধ্বমুখি৷ তাই এই দুই জায়গাকে নিজস্ব নেটওয়ার্কে জুড়তে পেরে এয়ার আকাস বড় উৎফুল্ল৷

সময়সূচি : বেঙ্গালুরু থেকে সকাল ৯টা ২০ মিনিটে রওয়ানা হবে৷ গুয়াহাটি পৌঁছাবে বেলা ১২টা ২৫ মিনিটে৷ ৩৫ মিনিট অবস্থানের পর বেলা ১টায় আগরতলার উদ্দেশে উড়বে৷ ৫৫ মিনিটের যাত্রা৷ পরে আগরতলা থেকে ২টা ৫৫ মিনিটে একইভাবে বিকাল ৪টায় গুয়াহাটি অবতরণ করবে৷ সেখান থেকে ৪টা ৪৫ মিনিটে রওয়ানা হয়ে রাত ৭টা ৫০ মিনিটে বেঙ্গালুরু যাবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker