NE UpdatesHappeningsBreaking News
উত্তর কাছাড় পার্বত্য পরিষদ নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস
ওয়েটুবরাক, ২১ জুন : উত্তর কাছাড় স্বশাসিত পার্বত্য পরিষদ নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস৷ প্রদেশ সভাপতি রিপুণ বরা মঙ্গলবার জানান, আগামী ডিসেম্বরে পরিষদের ভোটগ্রহণ হতে পারে৷ এই নির্বাচনে লড়াইর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা৷ উমরাংশুতে আয়োজিত দলীয় সভায় তিন শতাধিক মানুষ ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন৷ বরাই তাঁদের দলে স্বাগত জানান৷ তিনি জানান, তাঁরা কংগ্রেস-বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ এই ভাবে স্থানে স্থানে প্রচুর যুবক-যুবতী তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছে বলে দাবি করেন তিনি৷ বলেন, স্থানে স্থানে সভা করে সবাইকে ঘাসফুলের পতাকাতলে সামিল করা হবে৷ রিপুণ বলেন, বিজেপি নেতৃত্বাধীন পরিষদ দুর্নীতিতে নিমজ্জিত৷ তাই জনজাতিদের দারিদ্র কাটছে না৷
দুর্নীতিকে ইস্যু করেই পরিষদের ভোটে সাফল্য পাবেন বলে আশাবাদী দলের ডিমা হাসাও জেলা সভাপতি আচিক জেমিও৷ প্রসঙ্গত, বর্তমানে ২৮ সদস্যের স্বশাসিত পরিষদে ২৭ জন বিজেপির৷ ড্যানিয়েল লাংথাসা কংগ্রেস টিকিটে জিতলেও এখন তিনি নির্দল৷