India & World UpdatesHappeningsBreaking News
উত্তরপ্রদেশে পরাস্ত মোদির সাত মন্ত্রী
ওয়েটুবরাক, ৫ জুন: ২০১৪ ও ২০১৯ সালে মোদির জয়রথের চাকা যে উত্তরপ্রদেশ হয়ে দিল্লি ছুটেছিল, তাতে ব্রেক কষেছে ২০২৪-এর ফলাফল। উত্তরপ্রদেশ থেকে হেরেছেন স্মৃতি ইরানি সহ মোদির ৭ জন মন্ত্রী। জিতলেও ব্যবধান কমেছে রাজনাথ, মোদির৷
গতবারও উত্তরপ্রদেশ থেকে এনডিএ ৬২টি আসনে জয়ী হয়েছিল। এবার সিংহভাগ আসন ঝুলিতে ভরেছে সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট। এই দুই দল মিলিয়ে ৪৩টি আসন পেয়েছে উত্তরপ্রদেশে। বিজেপি সেখানে পেয়েছে মাত্র ৩৩টি আসন৷
সমাজবাদী পার্টির সমর্থনে আমেথি আসন পুনর্দখল করেছে কংগ্রেস। সেখানে সোনিয়া গান্ধী আপ্তসহায়ক কিশোরী লাল হারিয়ে দিয়েছেন স্মৃতি ইরানিকে। গতবার এই আসন থেকেই রাহুল গান্ধীকে হারিয়েছিলেন স্মৃতি।
শুধু স্মৃতি নন, এবার উত্তরপ্রদেশ থেকে হেরেছেন মোদির আরও ৬ জন মন্ত্রী। তাঁদের মধ্যে অন্যতম হলেন অজয় মিশ্র টেনি। অমিত শাহের এই ডেপুটির ছেলেই লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার ঘটনায় অভিযুক্ত। যোগীর পুলিশই অজয়ের ছেলেকে গ্রেফতার করেছিল। তাও বিজেপি এবার অজয়কে টিকিট দিয়েছিল। তিনি হেরেছেন ৩৩ হাজার ভোটে৷