India & World UpdatesHappeningsBreaking News
উত্তরকাশীর সুড়ঙ্গে অভিযান অব্যাহত, চলছে ম্যানুয়েল ড্রিলিং
ওয়েটুবরাক, ২৮ নভেম্বর : উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করার জন্য অভিযান চলছে। বিশেষ ‘র্যাট-হোল’ খনির বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ম্যানুয়াল ড্রিলিং শুরু করবেন তাঁরা। সোমবার সন্ধ্যা নাগাদ বের হওয়ার পথে প্যাসেজে আরও একটি স্টিলের পাইপ ঢোকানো হয়েছে।
এর পাশাপাশি টানেলের উপর থেকে উল্লম্ব ড্রিলিং করে ৮৬ মিটারের মধ্যে ৪২ মিটার গভীরতায় পৌঁছে যাওয়া হয়েছে। উদ্ধারকারীরা বলছেন, বৃহস্পতিবারের মধ্যেই এই এক মিটার প্রশস্ত শ্যাফ্টের মধ্যে দিয়ে শ্রমিকদের বের করে আনা যাবে। নিচের সুড়ঙ্গের উপর দিয়ে ভেদ করে এই শ্যাফ্ট প্রবেশ করবে।
‘র্যাট-হোল’ খনন বিশেষজ্ঞদের একটি দল সোমবার ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে ম্যানুয়াল খনন শুরু করেছে। সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করার বিষয়ে কাজ করছেন তাঁরা। রিপোর্ট অনুসারে, মোট ১২ জন ‘র্যাট-হোল’ খনন বিশেষজ্ঞ উত্তরাখণ্ডের চার ধাম রুটে নির্মাণাধীন টানেলের ধসে পড়া অংশের শেষ ১০ বা ১২ মিটার ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে অনুভূমিকভাবে ম্যানুয়াল ড্রিলিং করবেন।
উত্তরাখণ্ড সরকারের নোডাল অফিসার নীরজ খাইরওয়ালের মতে, সাইটে আসা খনন কর্মীরা পৃথক পৃথক টিমে বিভক্ত। একজন লোক ড্রিলিং করবেন। এদিকে অন্যজন কোদাল, বেলচা দিয়ে পাথর-মাটি তুলতে থাকবেন।তৃতীয়জন সেটি তুলে ট্রলিতে রেখে দেবেন।
প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র, স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা এবং উত্তরাখণ্ডের মুখ্য সচিব এসএস সান্ধু সোমবার সিল্কিয়ারা পরিদর্শন করেছেন। পিকে মিশ্র আটকে পড়া কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের আশ্বস্ত করেছেন যে, একাধিক সংস্থা তাঁদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে। তাঁদের ধৈর্য ধরে রাখতে অনুরোধ করেন তিনি।