NE UpdatesHappeningsBreaking News
উত্তপ্ত ত্রিপুরা ! অভিষেক নামার মুখে আগরতলা বিমানবন্দরে বোমাতঙ্ক
২২ নভেম্বর ঃ হঠাত করেই বোমাতঙ্ক ছড়াল আগরতলা বিমানবন্দরে। সেখানে পার্কিং লটে তৃণমূলের সর্বভারতীয় সভাপতির গাড়ির পাশেই পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। বিমানবন্দরে যায় সিআইএসএফও। বাড়ানো হয় পুুলিশি নিরাপত্তা।
রবিবার দিনভর উত্তপ্ত থাকার পর সোমবারও স্বাভাবিক ছিল না ত্রিপুরার রাজধানীর পরিবেশ। বিমানবন্দরে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌছবার আগেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ দিনের বোমাতঙ্কের খবর প্রকাশ্যে আসতেই অভিষেক বলেন, “এসব করে আর কতদিন আটকাবে?” অভিষেকের সঙ্গেই ছিলেন ব্রাত্য বসুও। তিনি বলেন, “ষড়যন্ত্র করে ত্রিপুরায় তৃণমূলকে আটকাতে এসব করা হচ্ছে। ইচ্ছা করে ব্যাগটা এখানে রাখা হয়েছে। যাতে দলের কর্মীরা একত্রিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে না পারেন। আমরা যাতে এক হতে না পারি, সেই চেষ্টাই করে যাচ্ছে ওরা।”
এ দিন আগরতলার বিমানবন্দরে নামতেই ক্ষোভ উগরে দেন অভিষেক। তিনি বলেন, “আজকেও আমার সভার অনুমতি দেয়নি। রোড শো করার কথা ছিল। ১৯ তারিখ অ্যাপ্লাই করেছিলাম। কালকে দুপুরের পর এস়ডিপিও লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছেন আপনারা স্ট্রিট কর্নার মিটিং করুন। আমরা মাথা নত করব না।” উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পথ সভা করার অনুমতি দেয় ত্রিপুরা পুলিশ। পুরভোটের আগে আজ ত্রিপুরায় গিয়ে র্যালি করতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিযেক। সেই অনুমতি মেলেনি। কোভিডের কারণেই পুলিশ মিছিলে অনুমতি দেয়নি বলে খবর।