NE UpdatesHappeningsBreaking News
উজান আসামে মিঞাঁ হটাও অভিযান ঘিরে উদ্বেগ
ওয়েটুবরাক, ২৭ আগস্টঃ মিঞাঁ হটাও অভিযানে উত্তাল উজান আসাম৷ ৩০ সংগঠন জোট বেঁধে মিঞাঁ মুসলমানদের অসম ছাড়তে সাতদিন সময় বেঁধে দিয়েছে। সারা অসম ছাত্র সংস্থা, তাই ছাত্র সংস্থা, বীর লাচিত সেনা হুঁশিয়ারির সুরে জানায়, স্বেচ্ছায় তারা চলে না গেলে মেয়াদ ফুরোতেই অভিযানে নামবেন তারা। মিঞাঁ মুসলমানদের বাংলাদেশি বলে অভিযুক্ত করে তারা বলেন, এ মোটেও ধর্মের ভিত্তিতে লড়াই নয়। ভূমিপুত্রদের স্বার্থ সুরক্ষার জন্যই বাংলাদেশিদের বিতাড়ন জরুরি হয়ে পড়েছে। এই অভিযানে তারা অসমিয়া মুসলমানদেরও অংশ নিতে আহ্বান জানান। কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মণ্ডলের এক মন্তব্য আগুনে ঘি ঢালার কাজ করে। তিনি বলেছিলেন, মিঞাঁদের কখনও আসাম থেকে বিতাড়িত করা সম্ভব হবে না। তাঁকেও সাবধান করে দেন ওইসব সংগঠনের কর্মকর্তারা।
এ দিকে, মু্খ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৩০ সংগঠনের আন্দোলনের কথা উল্লেখ না করলেও একই সুরে বলেন, এখন অসমিয়াদের এক হওয়ার সময় হয়েছে। ষড়যন্ত্র করে মুসলমানরা আসামে ধর্ষণ, যৌন নির্যাতন, ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে। এই ধরনের ঘটনায় অতিষ্ঠ হয়ে হিন্দুরা ওইসব এলাকা ছেড়ে চলে আসছে। আর ধীরে ধীরে দখল বাড়াচ্ছে মুসলমানরা।
সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থা ধর্ষণ, যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্তের ধর্মীয় পরিচয় না টানতে অনুরোধ করে। তাদের কথায়, এই ধরনের অপরাধীদের কোনও ধর্মের মানুষই প্রশ্রয় দিতে পারে না। তারাও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।