Barak UpdatesHappeningsBreaking News
উচ্ছেদের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ
ওয়েটুবরাক, ২৭ ডিসেম্বর : সোমবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন যথাক্রমে এন টি ইউ আই, এ আই ইউ টি ইউ সি, টি ইউ সি সি সহ অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, ফোরাম ফর সোশ্যাল হারমনি, নারী মুক্তি সংস্থা ইত্যাদি সংগঠনের যৌথ উদ্যোগে বটদ্রবা সহ অন্যান্য উচ্ছেদ কান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। সংগঠনগুলির পক্ষ থেকে প্রতিবাদ কার্যসূচি পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করে প্রথমেই বক্তব্য রাখেন ফোরাম ফর সোশ্যাল হারমনি’র সংগঠক অরিন্দম দেব। এরপর একে একে বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি’র জেলা সভাপতি সুব্রত চন্দ্র নাথ, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন’র জেলা সভাপতি মৃণাল কান্তি সোম, টি ইউ সি সি’র রাজ্য সম্পাদক মিহির নন্দী, নারী মুক্তি সংস্থার সম্পাদিকা স্নিগ্ধা নাথ, মধুলিকা সোম, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার অমানবিকভাবে একের পর এক স্থানে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। এর বলি হচ্ছেন সাধারণ দরিদ্র এবং এক বিশেষ সম্প্রদায়ের মানুষ। শাসক দল নিজেদের ভোট ব্যাংক অটুট রাখতে চরম সাম্প্রদায়িক মনোভাব নিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। বক্তারা এও বলেন, উচ্ছেদের পক্ষে শাসক দল যাই বলুক না কেন, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে, জমি দখল করে বৃহৎ পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া। কর্পোরেট বান্ধব এই সরকার তাই জনগণের কাছে বুলডোজার সরকার হিসেবে পরিচিত হয়েছে। প্রতিবাদ কার্যসূচি থেকে জোরালো দাবি উত্থাপন করা হয় যে, অবিলম্বে অমানবিক উচ্ছেদ বন্ধ করতে হবে। উচ্ছেদের শিকার প্রতিটি পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান সহ তাদের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের পর্যাপ্ত রেশন, পানীয়জল ইত্যাদি প্রদান করতে হবে। এই প্রতিবাদি কার্যসূচিতে ডলু চা বাগানের প্রাণেশ গোয়ালা, সঞ্জয় কর্মকার, ইন্দ্রজিৎ তেলী, লক্ষীন্দর তেলী, বিধু ভূমিজ , বিষ্ণু তেলী প্রমুখ শ্রমিকরাও সামিল হন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মানস দাস, ফারুক লস্কর, চাম্পালাল দাস, বিশ্বজিৎ দাস, প্রদীপ নাথ, রাজু দেবনাথ , রুকসানা খান, রুমা দেবনাথ , নীলকান্ত দাস, পার্থ সারথি আচার্য, প্রবীর পাল , জুয়েল আহমেদ বড়ভূঁইয়া ,বলরাম বিশ্বাস , জাকারিয়া আহমেদ বড়ভূঁইয়া প্রমুখ।