Barak UpdatesHappeningsBreaking News
উচ্চ শিক্ষা দফতরের চিঠি, বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার পথে আরেক ধাপ এগোল জিসি কলেজ
ওয়েটুবরাক, ১৬ জুনঃ শিলচরের গুরুচরণ কলেজ সহ রাজ্যের আটটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা, তা শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে। রাজ্য উচ্চ শিক্ষা দফতর বুধবার আট কলেজের অধ্যক্ষকে যে চিঠি পাঠিয়েছে, তাতেই সরকারেের মনোভাব ফের স্পষ্ট হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ওই আট কলেজ এখন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কনস্টিট্যুয়েন্ট কলেজ হিসাবে থাকবে। এ ব্যাপারে কলেজ পরিচালন সমিতিগুলিকে বৈঠকে বসে আইন সংশোধনের প্রস্তাব নিতে হবে এবং উচ্চ শিক্ষা দফতরের কাছে সেই প্রস্তাব পাঠাতে হবে। চিঠিতেই ইঙ্গিত মিলেছে, কলেজ পরিচালন সমিতিগুলি নিজেদের প্রস্তাব পাঠালে রাজ্য সরকার সংশ্লিষ্ট আইন সংশোধনের জন্য বিধানসভায় বিল পেশ করবে।
গুরুচরণ কলেজের অধ্যক্ষ ড. বিভাস দেব জানান, এই প্রক্রিয়া তাঁরা আগেই সম্পন্ন করে নিয়েছেন। উচ্চ শিক্ষা দফতরকে পরিচালন সমিতির বৈঠকের প্রস্তাব পাঠানোও হয়েছে। তাঁর অনুমান, বাকি কলেজগুলির কোনও কোনওটি হয়তো এখনও ওই প্রক্রিয়া সম্পন্ন করেনি। তাই আট কলেজকেই এক চিঠিতে তা জমা করার কথা বলা হয়েছে। এখন এর জবাবে, আগেই যে প্রস্তাব পাঠানো হয়েছে, বিভাসবাবু তা উচ্চ শিক্ষা দফতরকে চিঠি লিখে জানাবেন।
প্রসঙ্গত, গুরুচরণ কলেজ ছাড়া বিশ্ববিদ্যালয় হতে চলা বাকি সাত কলেজ হলো শিবসাগর কলেজ, কোকরাঝাড় কলেজ, বঙ্গাইগাঁও কলেজ, জেবি কলেজ, নর্থ লখিমপুর কলেজ, সন্দিকৈ গার্লস কলেজ ও নগাঁও কলেজ।
উল্লেখ্য, কনস্টিট্যুয়েন্ট কলেজ কথার অর্থ হলো, এই কলেজটিই বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে। ফলে এতদিন অনুমোদিত কলেজ হিসাবে এর যেমন স্বাধীন পরিচালন ক্ষমতা ছিল, এখন আর তা খাকবে না। কলেজটি নতুন বিশ্ববিদ্যালয় দ্বারাই নিয়ন্ত্রিত হবে। তার নিজস্ব কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে না। এটি বিশ্ববিদ্যালয় চত্বরেই থাকবে এবং সংশোধিত আইনে সে কথার স্পষ্ট উল্লেখ থাকবে।