Barak UpdatesHappenings
উচ্চ মাধ্যমিক-স্নাতকে কৃতী ছাত্রীদের সংবর্ধনা জানাল ঊইমেন্স কলেজ
ওয়ে টু বরাক, ১৩ জুন ঃ উচ্চ মাধ্যমিক ও স্নাতক পরীক্ষার কৃতী ছাত্রীদের সংবর্ধিত করল উইমেন্স কলেজ শিলচর। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ ছাত্রীকে নগদ পুরস্কার সহ প্রশংসাপত্র দিয়ে সংবর্ধিত করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. দেবশ্রী দত্ত সহ বাকি অধ্যাপকরা।
উল্লেখ্য, কলেজের ছাত্রী প্রতিমা শর্মা এ বছরের উচ্চ মাধ্যমিকে অ্যাডভান্স মনিপুরি বিষয়ে রাজ্যসেরা নম্বর অর্জন করতে সক্ষম হয়েছে। তাকে এবং কলেজের ছাত্রীদের মধ্যে উচ্চমাধ্যমিকে কলা ও বাণিজ্য শাখায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত যথাক্রমে ওয়াই ইন্ডিকা সিংহ ও স্বর্ণালী করকে কলজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। তার সাথে ২০২২-২৩ শিক্ষাবর্ষে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পরীক্ষায় ও- গ্রেডে উত্তীর্ণ কলা বিভাগের অনামিকা সিংহ ও এ গ্রেড পেয়ে উত্তীর্ণ বাণিজ্য শাখার দর্পণিকা মিত্রকেও সংবর্ধিত করা হয়। এর পাশাপাশি কলেজের মনিপুরি বিভাগের দুজন সহকারী অধ্যাপক নমিতা সিংহ ও লক্ষীতম্বি সিংহকেও সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. দেবশ্রী দত্ত বলেন, কৃতী ছাত্রীদের এই সাফল্য বাকি ছাত্রীদের ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, প্রতিমা শর্মার নাম রাজ্যসেরা তালিকাভুক্ত হওয়ায় উইমেন্স কলেজ পরিবার সহ সমস্ত বরাক উপত্যকা গর্বিত। ছাত্রীদের সাফল্য কামনা করে তাদের এভাবেই জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
সংবর্ধিত ছাত্রীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলে, তাদের ভালো রেজাল্টের পেছনে কলেজের শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট অবদান রয়েছে। মনিপুরি বিভাগের দুই সহকারী অধ্যাপিকা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে তারা আনন্দিত। ছাত্রীদের আশানুরূপ ফলাফলে তাদের প্রয়াস সার্থক হয়ে উঠেছে বলে মনে করেন তারা।