NE UpdatesAnalyticsBreaking News
উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র রি-চেকিঙের আবেদনের শেষ দিন ২২ মে
গুয়াহাটি, ১৯ মে : উচ্চ মাধ্যমিক পরীক্ষার চলতি বছরের ফলাফল গত ৯ মে ঘোষণা করা হয়েছে। পরীক্ষার ফলাফলের উত্তরপত্র যারা পুনরায় পরীক্ষা করাতে চান, তাদের জন্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এজন্য অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি ওয়েবসাইট চালু করেছে। এই ওয়েবসাইটটি হচ্ছে https://ahsec.assam.gov.in/
এই ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক পরীক্ষার্থী অনলাইনে আবেদন করতে পারবেন। উত্তরপত্র পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গত ১৩ মে থেকে শুরু হয়েছে। এই আবেদন দাখিল করার শেষ দিন আগামী ২২ মে সন্ধ্যা ৫টা পর্যন্ত। অন্যদিকে ২৩ মে-র মধ্যে আবেদনকারীদের ই চালান দাখিল করতে হবে।
উল্লেখ্য, ৩৬ বছরের পরম্পরা ভঙ্গ করে কাউন্সিল গত ৯ মে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছিল। এ বার ফলাফলে কোনও শীর্ষ স্থান ছিল না। ১৯৮৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কাউন্সিল পরম্পরাগতভাবে উচ্চ মাধ্যমিকের কলা, বাণিজ্য ও বিজ্ঞান শাখার ফলাফলে শীর্ষ স্থান ঘোষণা করেছিল। কিন্তু এ বার শীর্ষ স্থান প্রাপকের নাম ছাড়াই ফলাফল ঘোষণা করা হয়।