NE UpdatesHappeningsBreaking News
উচ্চমাধ্যমিক কলার প্রথম দশের ৪৪ জনের মধ্যে ৩৭ জনই মেয়ে
২৫ জুন : আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের চলতি বছরের কলা বিভাগের ফলাফলেও ছেলেদের পুরোপুরি টেক্কা দিয়েছে মেয়েরা। মেধা তালিকায় এ বার কলা বিভাগে মোট ৪৪ জন রয়েছে। এর মধ্যে ৩৭ জনই মেয়ে। বিশেষ করে প্রথম থেকে চতুর্থ স্থান পর্যন্ত মেধা তালিকায় থাকা ১৬ জনের মধ্যে সবাই মেয়ে।
কলা বিভাগে এ বছর প্রথম স্থান যুগ্মভাবে অধিকার করেছেন দরঙের পাথারিঘাট এইচ এস স্কুলের পূবালী ডেকা ও নগাঁও এর রামানুজন জুনিয়র কলেজের শ্রদ্ধা বরগোহাই (৪৮১)। দ্বিতীয় হয়েছে বরপেটা বিদ্যাপীঠ স্কুলের কাশ্মীরি দাস, গোলাঘাট জাতীয় মহাবিদ্যালয়ের অন্বেষা কাশ্যপ ও হোজাইয়ের আব্দুল হাসিব এইচ এস স্কুলের সাইমা (৪৭৭)। তৃতীয় স্থান দখল করেছেন মোট ৭ জন। এরা হলেন বরপেটার কৃষ্ণকান্ত সন্দিকৈ জুনিয়র কলেজের যুস্মিতা গোস্বামী, বঙ্গাইগাও এইচ এস স্কুলের ফারহানুর রহমান, দরঙের রঞ্জিত শর্মা একাডেমি জুনিয়র কলেজের ময়ুরিকা ডেকা, কামরূপ গ্রামীণ জেলার প্রাগম্যাটিক একাডেমির সঙ্গীতা দাস, নগাঁও এর কনসেপ্ট জুনিয়র কলেজের পলি বরুয়া, নগাঁও এর রামানুজন জুনিয়র কলেজের প্রিয়াক্ষী বরা ও তিনসুকিয়ার আর ডি জুনিয়র কলেজের মৌমিতা কোওর (৪৭৩)।
এ ছাড়া তালিকায় আরও ৩২ জন রয়েছেন। চতুর্থ হয়েছেন ৪ জন, পঞ্চম স্থানে ৪ জন, ষষ্ঠ স্থানে ৩ জন, সপ্তম স্থানে ৮ জন, অষ্টম স্থানে ৪ জন, নবম স্থানে ৩ জন ও দশম স্থানে ৬ জন রয়েছেন। এই কৃতীদের মধ্যেও নগাঁও রামানুজন জুনিয়র কলেজেরই ৭ জন রয়েছেন। উল্লেখ্য, এই রামানুজন কলেজের পড়ুয়াদের মধ্যে ১২ জন বিজ্ঞান শাখায় প্রথম দশে রয়েছেন।