Barak UpdatesHappeningsBreaking News
উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার জেলা সভাপতি দীপক, সম্পাদক পরিতোষ
ওয়েটুবরাক, ২৫ জানুয়ারি : গত ২৩ ও ২৪ জানুয়ারি সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার কাছাড় জেলা সমিতির ২৪-তম দ্বিবার্ষিক অধিবেশন নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে সম্পাদকীয় প্রতিবেদন ও গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদিত হয়। ২৪ তারিখের প্রতিনিধি সভায় শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক গুচ্ছ প্রস্তাব গৃহীত হয়। আগামী কার্যকালের জন্য দীপক সেনগুপ্ত ও পরিতোষ দে-কে সভাপতি ও সম্পাদক মনোনীত করে একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি হয়। এতে গায়ত্রী শীল, অভিজিৎ সাহা ও রতন পালকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়। দেবযানী ভট্টাচার্যকে যুগ্ম সম্পাদিকা ও সুমিতা সিনহাকে সহকারী সম্পাদিকা এবং শান্তশ্রী সোমকে সংস্থার মুখপত্র সম্পাদনা করার দায়িত্ব দেওয়া হয়। এই সম্মেলনে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার প্রতিনিধিরাও যোগদান করেছেন। কাছাড়ের প্রবীণ শিক্ষাবিদ সুভাষ চন্দ্র পাল ও সমীর কুমার দাস প্রকাশ্য সভায় মুখ্য অতিথি ও সম্মানীয় অতিথি হিসেবে যোগদান করেন।বিদায়ী রাজ্য কমিটির দুই সহসভাপতি অনিল পাল এবং বুদ্ধদেব চৌধুরী সহ রাজ্য কমিটির বিদায়ী সহসম্পাদক কালীপদ নাথকে বিশেষ সম্মানে সম্মানিত করে তাঁদের সুখী অবসর জীবন কামনা করা হয়।