Barak UpdatesHappeningsBreaking News

উওম্যান্স স্পেশাল যোগ সেশন : ভক্তিধামে সেবিকাদের প্রশিক্ষণ দিল নিরাময়

ওয়েটুবরাক, ১২ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘উওম্যান্স স্পেশাল যোগ সেশন’ হয়েছে শিলচর নিরাময় ট্রাস্ট ও স্কুল অব যোগ-এর । শনিবার, রাষ্ট্র সেবিকা সমিতির কার্যালয় শিলচর ম্বিকাপট্টি ভক্তিধামে হয় কর্মশালা। সহযোগিতায় ছিল সরস্বতী স্মারক সমিতি। এতে পঞ্চাশেরও বেশি সেবিকা অংশ নেন। যোগ সেশন নেন নিরাময়-এর ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য ।
কর্মশালায় যোগ প্রক্রিয়ার মাধ্যমে মেয়েদের সুস্বাস্থ্যের পরামর্শ দেন তিনি৷ মেয়েদের জন্য জরুরি আসন, প্রাণায়াম, মুদ্রা সম্পর্কে প্রশিক্ষণ দেন। তাঁদের মেডিটেশন করান। রোজ কম হলেও ৩০ মিনিট অনুশীলন করার পরামর্শ দেন। এমন আয়োজনের গুরুত্ব নিয়ে কথা বলেন নিরাময়-এর উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য মনোমোহন মিশ্রও।
সেবিকা সমিতির তরফে উপস্থিত ছিলেন সুপর্ণা দে, স্নিগ্ধা দাস, ও অলকা দেব । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুক্তা দাশ চক্রবর্তী৷
শুরুতে বৈদিক মন্ত্রের মধ্য দিয়ে হয় প্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সঙ্গীত৷ উদ্দেশ্য ব্যাখ্যা করেন নিরাময়-এর ডিরেক্টর (কোর্স অ্যান্ড ট্রেনিং) রাহুল চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker