Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজে জাতীয় শিশুকন্যা দিবস পালিত

ওয়েটুবরাক, ২৪ জানুয়ারি : জাতীয় শিশুকন্যা দিবস পালিত হলো উইমেন্স কলেজ শিলচরে।
শুক্রবার কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম শাখার উদ্যোগে একটি আলোচনা সভার মাধ্যমে দিনটি পালিত হয়। কলেজের এনএসএস শাখার প্রোগ্রাম অফিসার ড. নৈঋতা ভট্টাচার্যের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ ড. শান্তনু দাস তার বক্তব্যে জাতীয় শিশুকন্যা দিবসের তাৎপর্য ছাত্রীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ে ভারত সরকার ও অসম সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের সর্বাঙ্গীণ উন্নয়নের ক্ষেত্রে সচেষ্ট ভূমিকা পালন করছে। কলেজের বরিষ্ঠ অধ্যাপক ড. সর্বাণী বিশ্বাস সমাজে মহিলাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। দর্শন বিভাগের প্রধান ডঃ সংঘমিত্রা দেবনাথ মহিলাদের জন্য সরকারের নানাবিধ প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সময়ে আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পটি মহিলাদের সবলীকরণে এক বিরাট ভূমিকা পালন করছে। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকারাও যোগদান করেন।