Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
ঈদের শুভেচ্ছা, বিএসএফ-বিজিবি মিষ্টি ও ফল বিনিময়
ওয়েটুবরাক, ১৪ মে : ভারত-বাংলা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে মিষ্টিমুখ করানোর পরম্পরা বহু পুুুুরনো। ব্যতিক্রম হয়নি এ বারও। কোভিড নীতিমালা মেনে কাল বৃহস্পতিবার ঈদ-উল-ফিতরের প্রাকসন্ধ্যায় করিমগঞ্জে কর্মরত বিএসএফের ৭ নম্বর ব্যাটেলিয়নের তরফে ফলের প্যাকেট তুলে দেওয়া হয় ৫২ নং বিজিবির হাতে । বিজিবির তরফ থেকে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট। একইভাবে সুতারকান্দি-শেওরা সীমান্তের লাঠিটিলা আয়রন ব্রিজ দিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৩৪ নং বাহিনীর সদস্যরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, মিষ্টির প্যাকেট তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশের হাতে। আবার সুতারকান্দি-বিয়ানীবাজার সীমান্তে ১৩৬০ নং পিলারে কাছে কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল এবং শ্রীমঙ্গল সেক্টর কমান্ডারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দুই দেশের সীমান্ত রক্ষীর বাহিনীর জওয়ানরা ।
পরে বিএসএফ আধিকরাকিরা জানান, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ঈদ সহ বিভিন্ন দিবসে বিএসএফের পক্ষ থেকে বিজিবি সদস্যদের মিষ্টি বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতা এ বারও বজায় রাখা হয়েছে। অন্যদিকে বিজিবি আধিকারিকরা বলেন, এধরনের কার্যসূচি ভারত-বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করবে। তাতে নিজেদের দায়িত্ব পালন সহজতর হবে ।