Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
ই-স্পোর্টসের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাচ্ছে শিলচরের রিতেশ সারদা
ওয়েটুবরাক, ২৮ অক্টোবর : ইন্টারন্যাশনাল ই-স্পোর্টস ফেডারেশন আয়োজিত ত্রয়োদশ ই-স্পোর্টস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শিলচরের রিতেশ সারদা ইজরায়েল যাচ্ছেন৷ আগামী ১৪ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ওই প্রতিযোগিতা৷ সেখানে রিতেশের দল দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্ব করবেন৷ এর আগে তাঁরা পর্যায়ক্রমে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সেরা দল হিসাবে নির্বাচিত হয়৷ শিলচরের রিতেশ সারদাই ওই দলের ক্যাপ্টেন৷ অন্য সদস্যরা হলেন শুভজ্যোতি চক্রবর্তী, আনসুল আদরকর, ঋষিকেশ শ্যেনয় ও হর্ষ জৈন৷
বিশিষ্ট সমাজকর্মী কমল সারদার ২২ বছরের পুত্র রিতেশের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ ও অধিনায়কত্বের সংবাদে শহরবাসীর মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়৷
রিতেশ জানান, ছয় বছর বয়স থেকে ভিডিও গেম খেলেন৷ বাড়ির পাশের সাইবার কাফেতে প্রথম দাদার সঙ্গে খেলতে গিয়েছিলেন৷ তবে কাউন্টারস্ট্রাইককে পেশাদারি মনোভাবে গ্রহণ করেন ২০১৬ সালে৷ রিতেশের কথায়, গেম নিয়ে অভিভাবকদের আপত্তি থাকলেও তাঁর পরিবার ব্যতিক্রমী৷ তাঁর বাবা কমল সারদা ছেলের ওপর ভরসা রেখে শুরু থেকেই সব ধরনের সমর্থন করে গিয়েছেন৷ তিনি বলেন, প্রত্যেক প্রফেশনাল গেমারের স্বপ্ন থাকে দেশের প্রতিনিধিত্ব করা৷ এ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগদানের মধ্য দিয়ে তাঁর দীর্ঘলালিত স্বপ্ন পূরণ হতে চলেছে৷