Barak UpdatesHappenings
ইয়াসির উদ্যোগে ধলছড়ায় চোখের ছানি শনাক্ত শিবির
ওয়ে টু বরাক, ২৫ নভেম্বর : ইয়ুথ অ্যাগেনস্ট সোশ্যাল এভিলস অর্থাৎ ইয়াসির উদ্যোগে শুক্রবার জারইলতলার ৯১৩ নম্বর ধলছড়া এলপি স্কুলে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লায়ন্স চক্ষু হাসপাতাল।
এ দিন হাসপাতালের বিশেষজ্ঞদের দলটি ২০১ জন রোগীকে পরীক্ষা করেছে এবং তাদের মধ্যে ১৮ জনের ছানি শনাক্ত করেছে। এই রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য লায়ন চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া ৫৩ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয় ও কাউন্সেলিং করা হয়।
ইয়াসির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, ক্যাম্প ইনচার্জ এবং ইয়াসির যুগ্ম সম্পাদক সন্দীপ শীল, রামেশ্বর শীল, বিবেক রায়, অনুপ গোয়ালা, অজিত দেব, সানু সিংহ, সুভাষ শীল, শিবানী দাস এবং অন্যান্যরা শিবিরকে সফল করতে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। ইয়াসি আগামী দিনেও এরকম আরওক্যাম্পের আয়োজন অব্যাহত রাখবে রাখবে বলে জানান সঞ্জীব বাবু।