Barak UpdatesHappeningsBreaking News
ইস্তফা নয়, টিকিট নিয়ে প্রচণ্ড ক্ষিপ্ত সুস্মিতা
৬ মার্চঃ বিধানসভা নির্বাচনের দলীয় মনোনয়ন নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ শিলচরের প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেব। রাজ্য জুড়ে তিনি দলের জন্য কাজ করলেও টিকিট বণ্টনের সময় তাঁর মতামতকে মোটেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। নিজের জেলার আসনগুলিতেও তাঁর কথা কেউ কানে তুলতে নারাজ। বড়খলা, সোনাই আসনে তাঁর সুপারিশ নানা যুক্তিতে খারিজ করে দেওয়া হয়েছে। এআইইউডিএফের চাপে কংগ্রেসের মত বড় শরিক পছন্দের আসন ছেড়ে দিচ্ছে। এমন অবস্থায় ক্ষোভ চেপে রাখতে পারেননি সুস্মিতা দেবী। সকালেই ফোন করেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে। দুজনকেই জানিয়েছেন, এইভাবে দল করা অসম্ভব।
কিন্তু তাই বলে তিনি দলত্যাগের হুমকি দেননি কংগ্রেসের সভাপতি বা সহসভাপতিকে। তাঁর অতি ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এই সময়ে তিনি কংগ্রেস ছাড়ার কথা ভাবছেন না। বরং দলের স্বার্থে এই ধরনের টিকিট-কেন্দ্রীক অসহনীয় পরিস্থিতির অবসান চাইছেন।মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেবকে অবশ্য বারবার চেষ্টা করেও ফোনে পাওয়া যাচ্ছে না।
এ দিকে, গুয়াহাটির বৈদ্যুতিন মাধ্যমে তাঁর দলত্যাগের খবর ছড়িয়ে পড়লেও সুস্মিতাদেবী গুয়াহাটিতে থেকেও কোনও প্রতিক্রিয়া প্রকাশ করেননি। এ নিয়েও শিলচরে তাঁর সমর্থক মহলে উদ্বেগ ছড়িয়েছে। সবাই তাঁর মুখের কথা শোনার জন্য অধীর অপেক্ষায়।