India & World UpdatesHappeningsBreaking News
ইসকনের তরফে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অমোঘ লীলা প্রভুকে
ওয়েটুবরাক, ১৩ জুলাই : শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন ইসকনের সন্ন্যাসী অমোঘ লীলা প্রভু। এক মাসের জন্য তাঁকে নিষিদ্ধ করেছে ইসকন কর্তৃপক্ষ। আগামী ৩০ দিনের জন্য কোনওরকম ধর্মীয় সভায় বক্তব্য রাখতে পারবেন না তিনি। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও তাঁর বাণী প্রারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিজের একটি প্রবচন সভাতে অমোঘ লীলা প্রভু আচমকাই প্রশ্ন করেন, “কোনও ধার্মিক ব্যক্তি কি কখনও মাছ খাবেন? মাছেদেরও যন্ত্রণা হয় তাই না?” এখানেই শেষ নয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ‘যত মত তত পথ’ উক্তি নিয়েও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। অমোঘ লীলা প্রভু বলেন, “এই কথার কোনও যৌক্তিকতা নেই।
শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দের ভক্তরা তাঁর ওই ভিডিয়ো দেখে বেজায় চটেছেন।