Barak UpdatesHappeningsBreaking News
ইলেকট্ৰিসিটি কনজুমাৰ্স এসোসিয়েশনের ভুপাল সম্মেলনে বরাক থেকে গেলেন ৬ জন
ওয়েটুবরাক, ৭ এপ্রিল : বিদ্যুৎ সংশোধনী বিল-২০২২, বিদ্যুৎ খণ্ডের বেসরকারিকরণ, ক্ৰমবৰ্ধমান মাশুল বৃদ্ধি, গ্ৰাহকস্বাৰ্থ বিরোধী প্ৰিপেইড স্মাৰ্ট মিটার স্থাপন ইত্যাদির বিরুদ্ধে দেশব্যাপী দীৰ্ঘস্থায়ী গ্ৰাহক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে অল ইন্ডিয়া ইলেকট্ৰিসিটি কনজুমাৰ্স এসোসিয়েশন (এ আই ই সি এ) এর উদ্যোগে ৮ ও ৯ এপ্ৰিল মধ্যপ্ৰদেশের ভূপালে অনুষ্ঠিত হতে যাওয়া প্ৰথম সর্বভারতীয় বিদ্যুৎ গ্ৰাহক সন্মেলনে অল আসাম ইলেক্ট্ৰিসিটি কনজুমাৰ্স এসোসিয়েশন’র বিশ জনের এক প্রতিনিধি দল অংশ নিতে বুধবার গুয়াহাটির কামাখ্যা রেল স্টেশন থেকে রওনা হয়েছে। প্রতিনিধি দলে বরাক উপত্যকা থেকে ছয় জন প্রতিনিধি রয়েছেন। সংগঠনের আহ্বায়ক অজয় আচাৰ্য বলেন, রাজ্যের বিদ্যুৎ গ্ৰাহকদের নানা সমস্যা সৰ্বভারতীয় এই সন্মেলনে উপস্থিত প্ৰতিনিধিরা তুলে ধরবেন এবং আগামীদিনে দিনে বিদ্যুৎ গ্ৰাহক আন্দোলন শক্তিশালী করতে বিস্তারিত আলোচনা হবে।