NE UpdatesHappeningsBreaking News
ইলেকট্রিক ভেহিক্যাল পলিসি নিল ত্রিপুরা সরকার
ওয়েটুবরাক, ২৮ মে: ইলেকট্রিক ভেহিক্যাল পলিসি ঘোষণা করল ত্রিপুরা সরকার৷ সিদ্ধান্ত নিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের অন্তত দশ শতাংশ যানবাহনকে বিদ্যুৎচালিত করা হবে৷ উত্তর-পূর্বে এতদিন শুধু অসম ও মেঘালয়েই কার্যকর ছিল এই ইলেকট্রিক ভেহিক্যাল পলিসি৷
রাজ্যকে আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই সরকার ইলেকট্রিক ভেহিক্যাল পলিসি গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী৷ তিনি বলেন, বিদ্যুৎচালিত যানবাহনে দূষণ নিয়ন্ত্রণে আসবে৷ ত্রিপুরায় এই সময়ে মোট ৬০ হাজার গাড়ি রয়েছে৷ এর মধ্যে স্কুটার-মোটর সাইকেলই বেশি৷ ৪২ হাজার৷ তিন চাকার গাড়ি ১০ হাজার৷ চার চাকার সাড়ে ৭ হাজার৷ মোট যানবাহনের ১২ হাজার আবার সিএনজি চালিত৷ পরিবহন দফতরের রাজস্ব বৃদ্ধির কথা জানিয়ে চৌধুরী শোনান, ২০২১-২২ বর্ষে রাজ্য পরিবহণ দফতরের রাজস্ব আদায় হয়েছে ১০০ কোটি ৮০ লক্ষ টাকা৷ মন্ত্রিসভার বৈঠকে শ্রমিক কল্যাণ প্রকল্পে চা শ্রমিকদের জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ রাজ্যে মোট ৭২৩০ জন স্থায়ী চা শ্রমিক রয়েছেন৷ তাদের প্রত্যেককে দুই থেকে তিন গণ্ডা করে জমি দেওয়া হবে৷
মুখ্যমন্ত্রী মানিক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, অন্যান্য বছরের মতো এ বছরও কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে৷ সেজন্য ৩২টি ধান বিক্রয় কেন্দ্র চিহ্নিত করা হয়েছে৷ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ধান ক্রয় শুরু হবে, জানিয়েছেন মন্ত্রী চৌধুরী৷