Barak UpdatesHappeningsBreaking News
ইয়ুথ থিয়েটার ওয়ার্কশপের পর রাধামাধব কলেজে শুরু বয়ন ও হস্ততাঁত শিল্পের প্রশিক্ষণ
ওয়েটুবরাক, ৬ জুনঃ শিলচরের রাধামাধব কলেজে সফল ভাবে সম্পন্ন হলো সপ্তাহ কাল চলা ইয়ুথ থিয়েটার ওয়ার্কশপ৷ সোমবার কলেজ প্রেক্ষাগৃহে ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডঃ অসীমা রায়ের পৌরহিত্যে আয়োজিত হয় সমাপ্তি অনুষ্ঠান৷ তাতে থিয়েটারে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সার্টিফিকেট প্রদান করে সম্মাননা জানায় কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে ভাবীকাল থিয়েটার গ্রুপকেও সংবর্ধনা প্রদান করা হয়।
রাধামাধব কলেজ কালচারেল সেল ও আইকিউএসি সেন্টারের যৌথ উদ্যোগে এবং ভাবীকাল থিয়েটার গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই ইয়ুথ থিয়েটার ওয়ার্কশপ৷ ৭ দিনের শিবিরে প্রশিক্ষক হিসাবে ছিলেন ভাবীকাল থিয়েটার গ্রুপের ডিরেক্টর শান্তনু পাল। একই দিনে কলেজ প্রাঙ্গণে রাধামাধব কলেজ ওমেন সেল ও আইকিউএসি সেন্টারের যৌথ উদ্যোগে এক মাসের বয়ন ও হস্ততাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. অসীমা রায় ভাবীকাল থিয়েটার গ্রুপের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাত দিনের এই থিয়েটার প্রশিক্ষণের ফলে ছাত্রছাত্রীরা অনেক কিছু আয়ত্ত করতে সক্ষম হয়েছে, আগামী দিনেও ভাবীকাল থিয়েটার গ্রুপের সহযোগিতা কামনা করেন তিনি। তাছাড়াও এক মাসের হস্ততাঁত ও বয়ন শিল্পের প্রশিক্ষণ নিয়ে অনেকাংশে লাভবান হবেন কলেজের ছাত্রীরা, আশা ব্যক্ত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. রায়।
তিনি বিশেষ করে ভাবীকাল থিয়েটার গ্রুপের ডিরেক্টর শান্তনু পাল, রাধামাধব কলেজ আইকিউএসি সেন্টারের কো-অর্ডিনেটর ড. সোনালী চৌধুরী, ওমেন সেলের কো-অর্ডিনেটর ডঃ নবনীতা দেবনাথ, কালচারেল সেলের কো-অর্ডিনেটর ডঃ রুমা নাথ চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন। ড. অসীমা রায় ছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন হস্ততাঁত ও বয়ন শিল্প বিভাগের ডেমনস্ট্রেটর নাসির মজুমদার, শান্তনু পাল, ড. সোনালী চৌধুরী, ড. নবনীতা দেবনাথ, ড. রুমা নাথ চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কালীপদ দাশ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাবীকাল থিয়েটার গ্রুপের সভাপতি রঞ্জন কুমার দাস ও শিক্ষিকা সায়ন্তনী পাল, রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সূর্য্যসেন দেব, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জীবন দাশ প্রমুখ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওইদিন কলেজ ওমেন সেল, আইকিউএসি ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।