India & World UpdatesHappeningsBreaking News
ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট বাড়ল ত্রিপুরায়, বিপ্লব দেবের সন্তোষ
20 মেঃ ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট বাড়ল। এতদিন নৌ পরিবহন ও বাণিজ্যের জন্য দুই দেশের মধ্যে আটটি প্রটোকল রুট ছিল। বুধবার তা বেড়ে দশটি হল। নতুন রুটদুটি হল ত্রিপুরায়। গোমতী নদীর সোনামুড়া-দাউদকান্দিকে নবম ও দশম রুট হিসাবে ঘোষণা করা হয়েছে। তাতে সন্তোষ প্রকাশ করেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। বলেন, এর দরুন রাজ্যের অর্থনীতি সশক্ত হবে এবং ত্রিপুরা উত্তর-পূর্বের প্রবেশদ্বার হয়ে উঠবে।
অভ্যন্তরিণ নৌপথ ব্যবহার করে ট্রানজিট এবং বাণিজ্যিক কার্যকলাপের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রটোকল রয়েছে। 1972 সালে ওই প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল। 2015 সালে এই প্রটোকল পাঁচবছরের জন্য নবায়ন করা হয়েছিল। পরবর্তীতে 2018 সালে দিল্লিতে এবং 2019 সালে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের বৈঠকের মাধ্যমে স্থির হয়েছিল, দুই দেশের মধ্যে বাণিজ্য সহজতর করা হবে।প্রটোকল রুট সম্প্রসারণ এবং নতুন রুটের অন্তর্ভুক্তি ঘটবে। ঘোষণা করা হবে কল অব পোর্ট। বুধবার সেই অনুসারেই দুই দেশ প্রটোকল রুট সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করার জন্য স্বাক্ষর করে। ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এবং বাংলাদেশের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষর করেন।
ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোনামুড়া-দাউদকান্দি রুটকে ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট হিসাবে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ জানাই। এর ফলে রাজ্যের অর্থনীতি সশক্ত হবে ও ত্রিপুরা উত্তর পূর্বের প্রবেশদ্বার হয়ে উঠবে। pic.twitter.com/uYnmCthz2m
— Biplab Kumar Deb (@BjpBiplab) May 20, 2020
তাতে দু’টি করে ‘এক্সটেন্ডেড পোর্টস অব কল’-র কথাও রয়েছে। বাংলাদেশের নারায়ণগঞ্জ পোর্টস অব কলের আওতায় ঘোড়াশাল। পানগাঁও পোর্টস অব কলের আওতায় মুক্তারপুর। ভারতের কলকাতা পোর্টস অব কলের আওতায় ত্রিবেণী (ব্যান্ডেল) ও করিমগঞ্জ পোর্টস অব কলের আওতায় বদরপুর।