India & World UpdatesHappeningsSportsBreaking News
ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন ভারত
ওয়েটুবরাক, ১৯ জুন : ৪৬ বছর পর ফুটবল মাঠে লেবাননকে হারাল ভারতীয় দল। জিতে নিল ইন্টারকন্টিনেন্টাল কাপ।
২০১৮ সালে নেহরু কাপের আদলে চারদেশীয় ইন্টারকন্টিনেন্টাল কাপের আয়োজন করেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। প্রথমবারই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০১৯ সালে অবশ্য ভারতের মাটি থেকে ট্রফি জিতে নিয়ে যায় উত্তর কোরিয়া। অতিমারীর প্রাদুর্ভাবে এরপর তিন বছর টুর্নামেন্ট বন্ধ ছিল। এবার ফের আয়োজিত হয় ইন্টারকন্টিনেন্টাল কাপ। আর রবিবারের ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারিয়ে ট্রফি নিজেদের দেশে ফেরাল ভারত। ম্যাচের শুরুর দিক সামলে নিলেও দ্বিতীয়ার্ধের ঝড়ে তছনছ হয়ে যায় লেবানন। কোনও গোল না খেয়ে চ্যাম্পিয়ন হল ভারত।
লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার পরই ভারতীয় ফুটবল দলের জন্য বিরাট অঙ্কের পুরস্কার অর্থ ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারত বনাম লেবানন ফাইনাল ম্যাচ দেখতে হাজির ছিলেন তিনি। ম্যাচের পর সুনীলরা যখন ট্রফি নিয়ে ফটোসেশনে ব্যস্ত, তখন মঞ্চে উঠে নবীন পট্টনায়েক ঘোষণা করেন, ‘ভারতীয় দলকে অভিনন্দন। ওড়িশা সরকারের পক্ষ থেকে ১ কোটি টাকা পুরস্কার অর্থ দেওয়া হবে ভারতীয় দলকে।’ নবীন আরও বলেন, ‘ইন্টারকন্টিনেন্টাল কাপের মতো সম্মানজনক একটা টুর্নামেন্ট ওড়িশায় আয়োজন করতে পেরে আমি গর্বিত। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ভারতীয় দল যে নাছোড় মনোভাব দেখিয়েছে, ওদের অভিনন্দন জানাচ্ছি।’