India & World UpdatesHappeningsBreaking News

ইদের নামাজ রাস্তায় পড়লেই কড়া শাস্তি, মিরাট পুলিশের নিষেধাজ্ঞা

ওয়েটুবরাক, ২৯ মার্চঃ ইদ-উল-ফিতরে রাস্তায় নামাজ পড়া যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশের মীরাট পুলিশ প্রশাসন। তাদের এই পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা এনডিএ জোট শরিক আরএলডি প্রধান জয়ন্ত সিং চৌধুরী। তিনি এই পদক্ষেপকে জর্জ অরওয়েলের ১৯৮৪ সালের ‘ডিস্টোপিয়ান’ উপন্যাসে লেখা নিপীড়নমূলক নজরদারি ও নিয়ন্ত্রণের সঙ্গে তুলনা করেছেন।

পুলিশের দাবি, উৎসবের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই আদেশ জারি করা হয়েছে। মীরাটের এসপি (সিটি) আয়ুশ বিক্রম সিং ঘোষণা করেছেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যার মধ্যে রয়েছে এফআইআর দায়ের থেকে শুরু করে গ্রেফতারি। এমনকী পাসপোর্ট ও লাইসেন্স পর্যন্ত বাতিল করা হবে। তিনি গতবছরের কথা মনে করিয়ে পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘গতবার রাস্তায় নামাজ পড়ার জন্য ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এই বছরও কেউ রাস্তায় নামাজ পড়লে আইনি শাস্তির মুখোমুখি হতে হবে।’

তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মসজিদ এবং ইদগাহের মতো নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হবে। রাস্তাঘাট একেবারে বাধামুক্ত রাখতে হবে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার জন্য ড্রোন, সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। সশস্ত্র বাহিনী থেকে শুরু করে র‍্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন থাকবে।

এএসপি শ্রীশ চন্দ্র আরও একধাপ এগিয়ে বলেন, মসজিদের কাছে বাড়ির ছাদে নামাজ পড়লেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মুসলিম সম্প্রদায়ের নেতারা এইসব পদক্ষেপের সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, যদি নিয়ম থাকে, তাহলে তা সকলের জন্য প্রযোজ্য হওয়া উচিত। শুধু একটি সম্প্রদায়ের মানুষদের জন্য নয়। এই পদক্ষেপ ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে তাঁরা সমালোচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker