Barak UpdatesAnalyticsBreaking News
ইডির ভয়ে যারা বিজেপিতে গেছেন, তারা দুর্নীতিপরায়ণ : কমলাক্ষ
ওয়ে টু বরাক, ৯ নভেম্বর : বিজেপির বিরুদ্ধে পুনরায় সরব হলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে বিধায়ক বলেছেন, সিএম ভিজিল্যান্স, ইডি, সিবিআই-এর ভয়ে যারা বিজেপিতে যোগদান করেন, তারা দুর্নীতি পরায়ণ। বর্তমানে অসমের দুর্নীতির বাজার চলছে। কে বেশি দুর্নীতি করতে পারেন সেটাই এখন মুখ্য উদ্দেশ্য।
বিজেপিকে খোঁচা দিয়ে বিধায়ক বলেন, এখন কেউ বিজেপি করলে দুর্নীতি করতে পারবেন, বিজেপি করলে সিন্ডিকেটও করতে পারবেন। বিজেপি করলে দু’নম্বরী কাজ করা যাবে, এভাবে বিজেপি এখন দুর্নীতির লাইসেন্স হয়ে গেছে। কমলাক্ষ আরো বলেছেন, বড় মাপের দুর্নীতি করা সবার শেষ ঠিকানা হচ্ছে বিজেপি দল। সবাই জানেন হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে এবং তিনি কেন বিজেপির শরণাপন্ন হয়েছিলেন।