NE UpdatesHappeningsBreaking News
ইটানগরে আত্মসমর্পণ ১৫ নাগা জঙ্গির
ওয়েটুবরাক, ১৩ মার্চ : ইস্টার্ন নাগা ন্যাশনাল গভর্নমেন্ট (ইএনএনজি)-র সভাপতি সহ ১৫ ক্যাডার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর হাতে অস্ত্র তুলে দিয়ে জীবনের মূলস্রোতে ফিরে এলেন। তিরাপ, চাংলাং এবং লংডিং জেলায় বহুদিন ধরে এরা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল। রবিবার ইটানগরে আয়োজিত অনুষ্ঠানে তাদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী খান্ডু বলেন, শুধু অরুণাচল প্রদেশই নয়, গত ৯ বছরে উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে জঙ্গিরা বন্দুক ছেড়ে শান্তিপূর্ণ জীবন যাপন করছেন। তিনি সে জন্য কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বলেন, মোদী এবং তাঁর নেতৃ্ত্বাধীন বিজেপি মন্ত্রিসভা উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ফেরাতে যেমন আন্তরিক, তেমনি উন্নয়নে সচেষ্ট।
সেনাবাহিনীর তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, এই নাগা জঙ্গিগোষ্ঠীর ওপর তারা ক্রমাগত চাপ সৃষ্টি করে আসছিলেন। পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের সব ধরনের সুযোগসুবিধা দেওয়া হবে আশ্বস্তও করা হচ্ছিল। তাতেই তারা অস্ত্রসমর্পণের সিদ্ধান্ত নেন। সেনাবাহিনী আশাবাদী, এদের জঙ্গলত্যাগের দরুন তিরাপ, চাংলাং এবং লংডিং জেলা স্বাভাবিক হয়ে আসবে।