India & World UpdatesHappeningsBreaking News
ইজরায়েলের বোমায় গাজায় ৫০ শিশু সহ ৮৪জনের মৃত্যু
ওয়েটুবরাক, ২ নভেম্বর: শুক্রবার উত্তর গাজায় তেল আভিভের মুহুর্মুহু বোমাবর্ষণে ৮৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ৫০টি শিশুও। গাজার স্বাস্থ্যমন্ত্রক এই হামলাকে ‘নৃশংস গণহত্যা’ বলে ক্ষোভ উগরে দিয়েছে।
সেদিন উত্তর গাজার অন্যতম বড় শরণার্থী শিবির নুসেইরাতের কাছে হানা দেয় ইজরায়েলের বিমানবাহিনী। শুরু হয় বোমাবর্ষণ। এই হামলায় প্রাণ গিয়েছে এক মাসের শিশু ও তার মায়েরও। আহত বহু। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। গোটা এলাকাজুড়ে এখন শুধুই ধবংসের চিহ্ন আর স্বজনহারা কান্না। হামাসের লুকিয়ে থাকার অভিযোগ তুলে এর আগেও এই শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়েছিল ইজরায়েল।
উল্লেখ্য, অভিযান শুরু করার পর থেকে ইহুদি দেশটির সেনার অভিযোগ ছিল, গাজার বিভিন্ন হাসপাতাল, শরণার্থী শিবির, স্কুল, ধর্মীয়স্থানে লুকিয়ে রয়েছে হামাস জঙ্গিরা। সেখান থেকেই তাঁরা নানা সন্ত্রাসী কাজকর্ম করছে, সেনার উপর হামলা চালাচ্ছে। ছবি ও ভিডিও প্রকাশ করে এই অভিযোগের সাপেক্ষে যুক্তিও দিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নেতানিয়াহুর দেশের অভিযানে গাজায় মৃতের সংখ্যা ৪৩ হাজার পেরিয়ে গিয়েছে। জখম ১ লক্ষের উপরে। এই এক বছরে কার্যত ভেঙে গিয়েছে গাজার স্বাস্থ্য পরিষেবা। হাসপাতালগুলোয় উপচে পড়ছে মৃতদেহ। দেখা দিয়েছে ওষুধের আকাল। এই সংঘাত থামানো নিয়ে প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে মিশর, কাতার, সৌদি আরবের মতো দেশ। কিন্তু লক্ষ্যে অবিচল ইজরায়েলের প্রধানমন্ত্রী।