Barak UpdatesHappeningsBreaking News
ইচ্ছেডানার সেরা দিদি অনুপমা ঘোষ
ওয়েটুবরাক, ২১ মার্চ : গত ৮ মার্চ “স্বপ্নের ইচ্ছেডানা ন্যাচার পিওর” বরাকের সেরা দিদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিলচর বঙ্গভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ২২ জন অংশগ্রহণ করেন। তাতে তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী মৌবনী সরকার ও অর্কপ্রভা ভট্টাচার্য। অন্যান্য বিশেষ অতিথিরা হলেন ন্যাচার পিওর কোম্পানির সত্বাধিকারী দেবজ্যোতি স্বামী, বিশিষ্ট সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, শিক্ষাবিদ শ্যামলী কর ভাওয়াল, আইনজীবি তুহিনা শর্মা প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি ছিল ছিমছাম, জাঁকালো। শহরের গণ্যমান্য দর্শকদের উপস্থিতিতে সেদিন গোটা অনুষ্ঠান সম্পন্ন হয়। গোটা প্রতিযোগিতায় ছিল চারটি রাউন্ড। বিচারকদের চুলচেরা বিশ্লেষণের পর চূড়ান্ত বিজয়ী হন অনুপমা ঘোষ। দ্বিতীয় ঝুমনা চক্রবর্তী এবং তৃতীয় স্নিগ্ধা চক্রবর্তী।
এছাড়াও আরোও কয়েকটি বিশেষ বিশেষ পুরস্কার দেওয়া হয়।সেগুলো হল-
- সবচেয়ে সক্রিয় দিদি– মমতা দাস
- সবচেয়ে প্রতিভাধর দিদি মানসী নন্দী
- সবচেয়ে সুন্দর চুলের দিদি রুমা আচার্য
- সবচেয়ে আকর্ষণীয় দিদি শ্রাবণী দাস
- সবচেয়ে বুদ্ধিমতী দিদি স্বাগতা দত্ত
- সু-নয়না দিদি হিন্দোলা সাহা
- মিষ্টি হাসির দিদি দেবলীনা দে
- সবচেয়ে জনপ্রিয় মুখ নবনীতা ধর
- সেরা বক্তা দেবযানী দাস
- দারুন পোশা -সঞ্চিতা আচার্য।
মূল অনুষ্ঠান ছাড়াও ছিল নির্বানের অসাধারন পারফরম্যান্স, মনিমালা ও ফিট ফিম্যালের মনমুগ্ধকর নৃত্যানুষ্ঠান।
দিনটি ছিল নারীদিবস৷ তাই একে কেন্দ্র করে শহরের বিশিষ্ট নারীদের সম্মানিত করা হয়। সমাজসেবার কাজে দক্ষতার জন্য সুমনা দাস, ফ্যাশন ডিজাইনিংয়ে বিশেষ কৃতিত্বের জন্য মাধুরী গুপ্তা, জ্যোতিষ বিদ্যায় ডঃ আয়েসা সুলতানা, সাংবাদিকতায় সুজাতা ধরকেমবিশেষ নারী সম্মান প্রদান করা হয়। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অংশুমান আচার্য। বিচারকের আসনে ছিলেন স্বর্নালী চৌধুরী এবং তুহিনা শর্মা বিশ্বাস।