Barak UpdatesHappeningsBreaking News

ইউপিএসসি-তে সফল আয়ুষীকে বরাক বার্তার শুভেচ্ছা

ওয়েটুবরাক, ৮ জুন: ইউপিএসসি পরীক্ষায় সফল হাইলাকান্দির আয়ুষী কালোয়ারকে শিলচরে আনুষ্ঠানিক সংবর্ধনা জানাল বরাক বার্তা৷ হিন্দি নিউজ চ্যানেলটির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে, স্মারক দিয়ে তাকে সম্মান জানান সঞ্জীবকুমার সিং৷ একই অনুষ্ঠানে বরাক উপত্যকা ফোটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ আরও কিছু সংস্থা কৃতী বরাকসন্তানকে সংবর্ধিত করে৷ তাঁদের মধ্যে ছিলেন সুদীপকুমার সিং, স্বপন রায়, মণিভূষণ চৌধুরী, পাপ্পু দাস, শাহরুল ইসলাম, বিদ্যুৎ দাস, কুন্তল কুরি, সুরজিৎ চৌধুরী প্রমুখ৷

Rananuj

অনুষ্ঠানে আয়ুষীর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ লক্ষীনিবাস কালোয়ার এবং দিদি করিমগঞ্জের নির্বাচন অফিসার জাগৃতি কালোয়ারও উপস্থিত ছিলেন৷

সংবর্ধনার জবাবে আয়ুষী এই অঞ্চলের যুবাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার দিকে অধিকতর আগ্রহী হতে বলেন৷ তিনি বলেন, বরাকে মেধার ঘাটতি নেই৷ কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেকে এড়িয়ে চলেন৷ তাঁর আহ্বান, এড়িয়ে যাওয়া নয়, মনস্থির কোমর কষে লেগে পড়তে হয়৷ তাতেই সাফল্য আসে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker