NE UpdatesHappeningsAnalytics

ইউডিএফ জোটে থাকলেও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় আপত্তি নেই সিপিএমের

১৬ অক্টোবর: কংগ্রেস নেতৃত্বাধীন জোট বা মহাজোট যাই হোক, তাতে যোগ দেবে না সিপিএম৷ তবে আসন সমঝোতায় আপত্তি নেই৷ বুধবার গুয়াহাটির এক হোটেলে কংগ্রেস-সিপিএম মত বিনিময় হয়৷

সিপিএমের পক্ষে ছিলেন রাজ্য সম্পাদক দেবেন ভট্টাচার্য, উদ্ধব ভট্টাচার্য, হেমেন দাস সুুপ্রকাশ তালুকদার৷ অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বরা, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, গৌরব গগৈ ও রকিবুল হোসেন কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন‌৷

এমনকি বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ মহাজোটে সামিল হলেও তাঁদের অবস্থান বদলাবে বলে জানিয়েছেন সিপিএমের অসম রাজ্য সম্পাদক দেবেন ভট্টাচার্য৷ তাঁর কথায়, বিজেপিকে ঠেকাতে হলে সব বিরোধীকে এক জায়গায় মিলিত হতেই হবে৷

তাঁদের আলোচনা হয়েছে নভেম্বরে যৌথ আন্দোলনের ব্যাপারেও৷ কংগ্রেস নেতারাই প্রস্তাব দিয়েছেন৷ দেবেনবাবু জানিয়েছেন, দলের সম্পাদকমণ্ডলীতে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন৷ একইভাবে বৃহস্পতিবার কংগ্রেস নেতারা বৈঠক করেন সিপিআই এবং সিপিআইএমএলের সঙ্গে৷

মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, সিপিএম-সিপিআই এখন অতীত৷ তাঁদের মানুষ ভুলেই গিয়েছেন৷ এঁদের তুলে এনে সংখ্যা বাড়ানো যুক্তিহীন৷ মহাজোট বিজেপির সামনে কোনও চ্যালেঞ্জ নয় বলেই জানান হিমন্ত৷ তিনি রামায়ণ-মহাভারতের উদাহরণ টেনে বলেন, রামায়ণে রামের একটাই মাথা, রাবণের দশটা৷ মহাভারতে একদিকে পঞ্চপাণ্ডব, অন্যদিকে শতকৌরব৷ ফল কী হয়েছিল! হিমন্ত তাতে বিজেপির লাভের জায়গাটাই দেখতে পাচ্ছেন৷ তাঁর কথায়, যত দল তত কলহ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker