India & World UpdatesSportsBreaking News
ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের
ওয়েটুবরাক, ৬ মার্চঃ ইংল্যান্ডকে এক ইনিংস এবং ২৫ রানে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত। সঙ্গে বিরাট কোহালিরা পৌঁছে গেলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। জুন মাসে লর্ডসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। শনিবার শুরুতে ওয়াশিংটন সুন্দরের নিখুঁত ব্যাটিংয়ে ভর করে ১৬০ রানে লিড নেয় ভারত। সেই রান টপকাতে পারলেন না জো রুটরা। ভারতীয় স্পিনারদের দাপটে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ ১৩৫ রানে। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।
দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে ফের ৫ উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। এখন অবধি ৩টি ম্যাচ খেলে চতুর্থ বার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। অক্ষরের সঙ্গে ইংরেজ ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনিও পেলেন ৫ উইকেট। তৃতীয় দিনেই শেষ চতুর্থ টেস্ট।
দিনের শুরুতে অক্ষর এবং ওয়াশিংটনের দাপটে কোণঠাসা হয়ে যান ইংরেজ বোলাররা। তাঁদের আউটই করতে পারছিলেন না জেমস অ্যান্ডারসনরা। শেষ অবধি ৯৭ বলে ৪৩ রান করে রান আউট হন অক্ষর। ওয়াশিংটন তখন ৯৬ রানে অপরাজিত। সেখানেই থামতে হয় তাঁকে। উল্টো দিকে ব্যাট করতে নামা ইশান্ত শর্মা এবং ওয়াশিংটন সুন্দরকে এক ওভারেই তুলে নেন বেন স্টোকস। শতরান অধরাই থেকে যায় ভারতীয় অলরাউন্ডারের।