Barak UpdatesHappeningsBreaking News
ইংরেজিটা খুব করে শিখে মাতৃভাষায় সব পড়ো, পরামর্শ পবিত্র সরকারের
ওয়েটুবরাক, ১৪ ডিসেম্বর: ইংরেজিকে বাদ দিয়ে মাতৃভাষা শিক্ষা নয়, বরং ইংরেজিটা ভালো করে শিখতে হবে। অন্তত দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইংরেজি পড়ে একে ভালো ভাবে রপ্ত করতে হবে। এর পর ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংও মাতৃভাষায় পাঠ নিলে কোনো সমস্যা হবে না।
কথাগুলো বলছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি আয়োজিত বিজিৎকুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা করতে শনিবারই তিনি শিলচরে এসেছেন। এ দিন একই অনুষ্ঠানে বিজিৎ ভট্টাচার্যের সহধর্মিণী তথা সাহিত্য পত্রিকার বর্তমান সম্পাদক শিখা ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হয়। শারীরিক অসুস্থতার দরুন তিনি উপস্থিত হতে না পারায় তাঁর পক্ষে সংবর্ধনা স্মারক গ্রহণ করেন তাঁর পরিবারের সদস্য সুদীপ্তা ভট্টাচার্য। এ দিন বঙ্গভবনের ভাষাশহিদ মঞ্চে দুটি গ্রন্থ ও উন্মোচিত হয়। গ্রন্থ দুটি হল সুকুমার বাগচীর লেখা ‘বাংলা বানান ও উচ্চারণ’ এবং কুসুম কলিতার লেখা বাংলা কবিতার বই ‘কবিতার আঙিনায়’।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, বরাক বঙ্গের কেন্দ্রীয় সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী প্রমুখ।