NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
আসাম-মেঘালয় সীমাবিবাদ মেটাতে লংপিতে দুই মুখ্যমন্ত্রী
ওয়েটুবরাক, ১৭ নভেম্বর : আসাম-মেঘালয় সীমানা সমস্যা সমাধানে সোমবার ফের দুই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও কনরাড সাংমা বিতর্কিত লংপি সীমানা পরিদর্শন করেন। গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। সীমান্ত সমস্যা সমাধানে দুই রাজ্যই তিনটি করে আঞ্চলিক কমিটি তৈরি করেছে। তারাও গ্রামবাসীদের মতামত নিচ্ছে। হিমন্ত বলেন, কমিটিগুলির রিপোর্ট জমা পড়ার ফের আলোচনার মাধ্যমে বিতর্ক মেটানোর ব্যবস্থা হবে। মোট ১২টি এলাকা নিয়ে বিতর্ক রয়েছে। তার মধ্যে কম বিতর্ক থাকা ৬টি এলাকার সমস্যা প্রথমে সমাধান করা হবে। তবেং লংপি নিয়ে সমস্যা বেশি থাকায় সেখানকার সমস্যা সমাধান পরের ধাপে করা হবে। দুই মুখ্যমন্ত্রীই বলেন, কমিটিগুলি ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট দেবে। এলাকার ঐতিহাসিক অবস্থান, সাংবিধানিক ও ভৌগোলিক দিক, প্রশাসনিক সুবিধা, জনগোষ্ঠীয় কাঠামো ও মানুষের মতামত ভাল ভাবে পর্যালোচনা করে বন্ধুত্বপূর্ণ আবহে সিদ্ধান্ত নেওয়া হবে।”