Barak UpdatesHappeningsBreaking News

আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে লড়াই হয়েছে এক আসনেই

ওয়েটুবরাক, ২৯ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এ বার মনোনয়ন পত্র পরীক্ষার দিনেই বিবর্ণ হয়ে পড়ে৷ সভাপতি, সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে পড়ে৷ তাতে সে দিনই স্পষ্ট হয়ে যায়, সভাপতি-সাধারণ সম্পাদক পদে ভোটাভুটি হচ্ছে না৷ ফলে এমনিতেই জিতে গেলেন সভাপতি শুভময় চন্দ ও সাধারণ সম্পাদক অরুণাভ দত্ত৷

একই ভাবে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হন সহকারী সাধারণ সম্পাদক (মহিলা) সৃঞ্জনা মিত্র, ক্রীড়া সম্পাদক নবকিশোর আকুড়া এবং সংস্কৃতি সম্পাদক রোহিত ঋষিও ৷

ফের মনোনয়ন সংগ্রহের দাবিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের গেটে অবরোধ গড়ে তোলা হলেও শেষপর্যন্ত তা ধোপে টেঁকেনি৷ ফলে শুক্রবার নির্বাচন হয় শুধু সহ-সভাপতি, সহকারী সাধারণ সম্পাদক (ওপেন) এবং ম্যাগাজিন সম্পাদক পদে৷ এর মধ্যে সহ-সভাপতি এবং সহকারী সাধারণ সম্পাদক (ওপেন) পদে বিশাল ব্যবধানে জয় হয়েছে৷ সহ সভাপতি পদে কিসামলুংবে পামেই ভোট পান ৭২.০৮ শতাংশ৷  সহকারী সাধারণ সম্পাদক (ওপেন) পদে ব্রজনন্দন গুপ্ত পান ৫৩.৭৫ শতাংশ ভোট৷

লড়াই হয়েছে মূলত ম্যাগাজিন সম্পাদক পদে৷ তিনজন প্রার্থী থাকলেও হিজাম বিজেতা সিংহ জেতেন ৮১৮টি ভোট পেয়ে৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী পারভেজ আক্তার পেয়েছেন ৭৩৮ ভোট৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker