Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পোর্টাল খুলবে বুধবার
ওয়েটুবরাক, ২৭ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য ‘অ্যাডমিশন পোর্টাল’ চালু হচ্ছে ৷ আগামী ২৯ মে থেকে ১৬ জুন পর্যন্ত এই পোর্টালে আবেদন করা যাবে।
যেসব কোর্সে ভর্তি হওয়া যাবে তার মধ্যে রয়েছে বিফার্মা, ইন্টিগ্রেটেড এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, ইন্টিগ্রেটেড এমএসডব্যু, বিএ-এলএলবি, বিএসসি-বিএড, ব্যাচেলর অব পারফর্মিং আর্টস ও ব্যাচেলর অব ভিজ্যুয়াল আর্টস।
বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান মানবেন্দ্র দত্তচৌধুরী জানিয়েছেন, ১৮ জুন থেকে বিভিন্ন বিভাগে আবেদনপত্র যাচাইয়ের কাজ শুরু হবে। ২৪ জুন প্রথম মেধা তালিকা প্রকাশ। ভর্তি ২৭ জুন। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ১ জুলাই। ভর্তির তারিখ ৪ জুলাই। প্রয়োজনে ১০ জুলাই স্পট অ্যাডমিশন। ১১ জুলাই থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন অধ্যাপক দত্তচৌধুরী। বিস্তৃত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে৷