Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে রিসার্চ মেথোডলজির উপর কর্মশালা
ওয়েটুবরাক, ৮ ডিসেম্বর : গবেষণা পদ্ধতির উপর এক সপ্তাহের কর্মশালা গত ৫ ডিসেম্বর আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে শুরু হয়েছে। কর্মশালার কো-অর্ডিনেটর ড. কিংশুক অধিকারী শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন। উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাজীব মোহন পন্থ তাঁর বক্তব্যে আজকের প্রেক্ষাপটে গবেষণার গুরুত্ব তুলে ধরেন৷ সম্মানিত অতিথি অধ্যাপক নিখিল ভূষণ দেও গবেষণা পদ্ধতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক পরাগ শীল কর্মশালার নির্দেশক হিসেবে এর উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেন।
বাণিজ্য বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয় ও আসাম বিশ্ববিদ্যালয়ের কমার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত গবেষণা পদ্ধতির উপর এক সপ্তাহের এই কর্মশালায় বিভিন্ন বিভাগের প্রায় ৭৫ জন অংশগ্রহণ করেন। বিভিন্ন পটভূমির শিক্ষাবিদরা রিসোর্সপার্সন হিসেবে কাজ করছেন এবং প্রাসঙ্গিক বিষয়ের উপর বক্তৃতা দেবেন। অনুষ্ঠানের শেষে কর্মশালার জয়েন্ট কো-অর্ডিনেটর ডঃ সৌমেন্দ্র ভট্টাচার্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।