NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

আসাম বিশ্ববিদ্যালয়েও ভাগ্নে-ভাগ্নীর সন্ধান পেলেন হিমন্ত

ওয়েটুবরাক, ২১ জানুয়ারি : আজ আসাম বিশ্ববিদ্যালয়ের ২৯-তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঞ্চে উঠতেই ছাত্রছাত্রীরা মামা-মামা বলে আওয়াজ তোলেন৷

এতদিন তাঁর ভাগ্নে-ভাগ্নীরা ব্রহ্মপুত্র উপত্যকাতেই সীমিত ছিল৷ হিমন্ত তাই বাঙালিপ্রধান বরাক উপত্যকার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের দর্শক-শ্রোতাদের  জন্য গোটা মুখবন্ধটাই বাংলায় লিখে নিয়ে আসেন৷ সে অনুসারে তাঁর ৫৮ মিনিটের বক্তৃতার শুরুতে প্রায় ১০ মিনিট বাংলাতেই বলেন৷ কিন্তু আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-গবেষকরাও মামা ডেকে  দাবি জানালেন বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের বাইক দিতে হবে ৷ হিমন্ত বললেন, বাইক না হলেও আগামী মাসের বাজেট প্রস্তাবে তাঁদের জন্য একটা ঘোষণা থাকবে৷

হিমন্ত তাঁর বক্তৃতায় বিশ্ববিদ্যালয় ছাত্রদের শুনিয়ে দেন, নরেন্দ্র মোদি একজন আইকন৷ কিন্তু একজন মোদি চাইলেই দেশটা পাল্টে দিতে পারবেন না৷ মোদির মতো আরও আইকন প্রয়োজন৷

মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, শুধু সরকারি চাকরির জন্য পড়াশোনা নয়৷ সনাতন ভারতে সবাই পড়াশোনা করেছেন জ্ঞানের অন্বেষণে৷ তাহলেই পরিপূর্ণ মানব হয়ে ওঠা যায়৷ তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও পরিপূর্ণ মানব হয়ে উঠতে আহ্বান জানান, যারা মা-বাবাকে অযত্ন করবে না, প্রতিবেশীদের সঙ্গে হৃদ্যতা গড়ে তুলবে, কারও কাছে উৎকোচ চাইবে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker