Barak UpdatesHappeningsBreaking News
আসামে জোড়া নোটিফিকেশন বহালের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র হিন্দু সংহতির
১৬ অক্টোবর : ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা হিন্দুদের বিনা শর্তে নাগরিকত্ব দেওয়ার ফের দাবি তুলল হিন্দু সংহতি। এজন্য সংগঠন ২০১৫ সালের ৭ দেপ্টেম্বর দেশে যে জোড়া নোটিফিকেশন জারি করা হয়েছিল, তা অতিসত্বর আসামেও লাগু করার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বুধবার হিন্দু সংহতির এক প্রতিনিধি দল এই দাবি নিয়ে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলাশাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া ওই স্মারকপত্রে সংস্থা বলেছে, এই জোড়া নোটিফিকেশন নানা কারণে আসামে বহাল হয়নি। এ বার যেন নাগরিকত্ব বিল পাসের আগেই তা এই রাজ্যে বহাল করা হয়। তাঁরা আরও বলেন, বর্তমানে হিন্দুদের যেভাবে বিদেশি আখ্যা দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, এই নোটিফিকেশন আসামে কার্যকর হলে হিন্দুরা অনেক স্বস্তি পাবেন। এই স্মারকপত্রটি এ দিন কাছাড় জেলার ৬টি বিধানসভা কেন্দ্র ও করিমগঞ্জ জেলার একটি বিধানসভা কেন্দ্র থেকে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে শিলচর, ধলাই, সোনাই, লক্ষীপুর, উধারবন্দ, বড়খলা ও উত্তর করিমগঞ্জ।