NE UpdatesAnalyticsBreaking News
আসামে কোভিডের দ্বিতীয় ডোজ নেননি ২৭ লক্ষ মানুষ
ওয়ে টু বরাক, ৩১ ডিসেম্বর ঃ গত কয়েক মাস কোভিড সংক্রমণের হার কিছুটা কম থাকার পর নতুন করে ভাইরাসের উপস্থিতি জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। এরই মধ্যে ভারতে ভাইরাসের নতুন উপরূপ ধরা পড়ায় সাধারণ মানুষের কপালে ভাঁজ দেখা দিয়েছে। আসামের একটি তথ্য অনুযায়ী, বেশ কিছু লোক এখনও ভ্যাকসিন নেননি। আসামে ২৭ লক্ষ লোক ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর এখনও দ্বিতীয় ডোজ নেয়নি।
অন্যদিকে, কেন্দ্র সরকার জনগণকে সুরক্ষামূলক ডোজ হিসেবে ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু রাজ্যের একটা বড় সংখ্যক লোক এই আহ্বানে গুরুত্ব প্রদান করেননি। এ পর্যন্ত রাজ্যের ৩৩ লক্ষ ৪২ হাজার ৮০১ জন তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ নিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী অসমে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া লোকের সংখ্যা ২ কোটি ৪৮ লক্ষ ১১ হাজার ৪২৭। এর মধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া লোকের সংখ্যা ২ কোটি ২১ লক্ষ ৩১ হাজার ৬৪০ জন। অর্থাৎ প্রথম ডোজ নেওয়া লোকের মধ্যে ২৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৭ জন ব্যক্তি দ্বিতীয় ডোজ নেননি।