NE UpdatesHappeningsBreaking News
আশীর্বাদ যাত্রায় আসামে উষ্ণ সংবর্ধনা কেন্দ্রীয় মন্ত্রী সনোয়ালকে
২১ আগস্ট : গুয়াহাটিতে এসে উষ্ণ সংবর্ধনায় ভাসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিজেপির জন্য আশীর্বাদ যাত্রার অঙ্গ হিসেবে তিনদিনের সফরে আসামে এসেছেন তিনি। শনিবার সকাল ১০টায় লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও দলের অন্য নেতারা। আশীর্বাদ যাত্রা শুরু করার আগে। কেন্দ্রীয় মন্ত্রী গুয়াহাটি কামাখ্যা মন্দিরে গিয়ে দেবীর আশীর্বাদ কামনা করেন। তিনি অসমের জনগণের স্বাস্থ্য সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য দেবীর কাছে প্রার্থনা জানান। এরপর জালুকবাড়িতে গিয়ে তিনি ভূপেন হাজরিকার প্রতি তাঁর শ্রদ্ধা অর্পন করেন। তিনি বলেন ভূপেন দার ঐক্য ও সৌভ্রাতৃত্বের গানগুলো তাঁকে দেশের প্রতি নিজেকে উৎসর্গ করতে প্রেরণা জোগায়। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে জাহাজ, বন্দর, জল পরিবহন ও আয়ুস বিভাগের দায়িত্ব গ্রহণ করে এই প্রথমবার সনোয়াল রাজ্যে আসেন।
কেন্দ্রীয় মন্ত্রী আজারায় আশীর্বাদ যাত্রার অঙ্গ হিসেবে এক র্যালিতে অংশ নিয়ে বলেন, আসামের জনগণের আশীর্বাদ পেয়ে আমি ধন্য। উল্লেখ্য, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করার পর নতুন মন্ত্রীরা যাতে জনগণের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ তৈরি করতে পারেন সে জন্য এই আশীর্বাদ যাত্রা আয়োজন করার কথা বলেছিলেন। এই আশীর্বাদ যাত্রায় উজান অসম ও মধ্য অসমের বেশ কয়েকটি এলাকা সফর করবেন।
On his first visit to Assam after joining the Union Cabinet, I had the great honour of welcoming Sri @sarbanandsonwal at Guwahati airport. Sri Sonowal will seek blessings of people as part of Jan Ashirvad Yatra.
Welcomed Union Minister Sri @Rameswar_Teli also. pic.twitter.com/VRq61KaHBF
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 21, 2021
৩৭৫.৫ কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় তিনি মরিগাঁও, কলিয়াবর, নগাও যোরহাট ও শিবসাগর জেলার বিভিন্নস্থানে যাবেন। ২৩ আগস্ট এই যাত্রা ডিব্রুগড় এ শেষ হবে। মন্ত্রী সনোয়াল ছাড়াও এই সফরে তাঁর সঙ্গে এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি। তিনিও এই যাত্রায় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিভিন্ন এলাকা সফর করবেন।