NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

আলফা বরাকের সমস্যা সমাধানের দায়িত্ব নিলে পৃথক হওয়ার দাবি ছেড়ে দেবেন প্রদীপ

ওয়েটুবরাক, ১৫ অক্টোবর : আলফা পৃথক বরাকের দাবির বিরোধিতা করায় বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্টের নেতা প্রদীপ দত্তরায় বলেন, এর আগেও অসম বিভাজিত হয়েছে৷ নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম রাজ্য হয়েছে৷ আলফা তখন নীরব ছিল৷ পৃথক বড়োল্যান্ডের দাবিতে আন্দোলন হয়েছে, পৃথক কামতাপুরের জন্য সংগ্রাম চলছে, সে সব নিয়ে আলফার কোনও মন্তব্য নেই৷ পৃথক বরাকের কথা বলতেই তাদের বিরোধিতা শুরু হয়েছে৷ বরাকের মানুষের ডিলিমিটেশন, ডিটেনশন ক্যাম্প, এনআরসি, বেকারত্বের মতো কত সমস্যা৷ সে সব নিয়ে আলফা চুপ কেন, এই প্রশ্ন রেখে প্রদীপ বলেন, এইসব সমাধানে পরেশ বরুয়ারা দায়িত্ব নিলে তাঁরা পৃথক বরাকের দাবি ছেড়ে দেবেন৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker