NE UpdatesHappeningsBreaking News
আলফার কাছে ক্ষমাপ্রার্থনা: সঞ্জয় কিষাণকে মুখ্যমন্ত্রীর শোকজ
ওয়েটুবরাক, ২৮ মে: আলফা (স্বাধীন)-এর কাছে কেন ক্ষমা চাইলেন, মন্ত্রী সঞ্জয় কিষাণকে কারণ দর্শাতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।এক জন মন্ত্রী হয়ে কিষাণ নিষিদ্ধ সংগঠনের কাছে ক্ষমা চাওয়ায় বিভিন্ন দল- সংগঠন তাঁর নিন্দায় সরব হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কিষাণের কাছে জানতে চেয়েছেন, কোন পরিস্থিতিতে কিষাণ পরেশ বরুয়া তথা আলফার কাছে ক্ষমা চেয়েছেন?
দুই সদস্যকে গুপ্তচরবৃত্তির অভিযোগে হত্যা এবং এক সদস্যের আত্মহত্যার ঘটনায় আলফা স্বাধীনের প্রধান পরেশ বরুয়াকে মিথ্যাবাদী বলেছিলেন কিষাণ। এর পর আলফা কিষাণকে নিষিদ্ধ ঘোষণা করে বলে, ২৪ ঘণ্টার মধ্যে তিনি ক্ষমা না চাইলে তাঁর সব অনুষ্ঠান ও কর্মসূচি বয়কট করা হবে। কেউ সেখানে যোগ দিলেও ফলের জন্য আলফা দায়ী থাকবে না। এই বিবৃতির ২৪ ঘণ্টার মধ্যেই কিষাণ সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চেয়ে বলেন, তিনি অনিচ্ছাকৃতভাবে পরেশকে নিয়ে মন্তব্য করেছিলেন।