Barak UpdatesHappeningsBreaking News
আলগাপুর এ এল চৌধুরী কলেজে ন্যাক টিমের পরিদর্শন ১৬-১৭ মে
ওয়ে টু বরাক, ৩ মে ঃ ১৬ ও ১৭ মে ন্যাকের প্রতিনিধি দল আলগাপুর এ এল চৌধুরী কলেজ পরিদর্শন করার দিন ধার্য হয়েছে। ন্যাক টিমের পরিদর্শন উপলক্ষে মঙ্গলবার কলেজে অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে এক যৌথ সভা আয়োজিত হয়।
কলেজের অধ্যক্ষ ডঃ বোধিসত্ত্ব করের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় বিভিন্ন বক্তা প্রাঞ্জলভাবে নিজেদের মতামত তুলে ধরেন। কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা কলেজের শিক্ষা বিভাগের অধ্যাপক ড. বাহার উদ্দিন লস্কর সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের সঞ্চালক তথা বাংলা বিভাগের প্রধান ড. নিজাম উদ্দিন ন্যাক টিমের পরিদর্শন উপলক্ষে কলেজের সঙ্গে জড়িত প্রত্যেকের কী কী করণীয় এ সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেন ও সর্বতোভাবে কলেজের সুনাম যাতে অক্ষুন্ন থাকে, সেজন্য সার্বিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান।
অভিভাবকদের পক্ষ থেকে সমাজসেবী তথা শিক্ষাদরদী প্রাক্তন শিক্ষক সরাফত আলি লস্কর ও প্রতুল কুমার নাথ সকল অভিভাবকদের সাহায্য-সহযোগিতা কামনা করেন ও কলেজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক তথা স্কুল শিক্ষক লুৎফুর রহমান বড়ভূইয়া এই কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ও সকল প্রাক্তনীদের কলেজের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রাক্তনীদের পক্ষ থেকে এদিন কলেজে একটি বাতানুকূল মেশিন প্রদান করার কথা ঘোষণা করা হলে উপস্থিত সবাই বিপুল করতালি দিয়ে তা সমর্থন করেন । কলেজের অধ্যক্ষ ডঃ বোধিসত্ত্ব কর বক্তব্য রাখতে গিয়ে কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কল্পে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।আনোয়ার হোসেন মজুমদারের ধন্যবাদ জ্ঞাপনের পর সভার কাজ শেষ করা হয়।